ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সামরিক শাসন জারির প্রতিবাদে দক্ষিণ কোরিয়ায় বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৭, ৩ ডিসেম্বর ২০২৪  
সামরিক শাসন জারির প্রতিবাদে দক্ষিণ কোরিয়ায় বিক্ষোভ

সামরিক শাসন জারির প্রতিবাদে দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টের বাইরে বিক্ষোভ শুরু হয়েছে। মঙ্গলবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইওল টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ভাষণে সামরিক আইন জারির ঘোষণা দিয়েছেন। দেশটিতে চলমান রাজনৈতিক অস্থিরতার জেরে তিনি এ ঘোষণা দিয়েছেন।

সামরিক শাসন জারির এক ঘণ্টার মধ্যেই দেশটির পার্লামেন্টে জরুরি অধিবেশন বসেছে। পার্লামেন্টের ৩০০ সদস্যের মধ্যে উপস্থিত ১৯০ সদস্য সামরিক শাসনের বিপক্ষে ভোট দিয়েছেন। এর আগে ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার উ ওন-সিক স্থানীয় সময় ১টা নাগাদ সামরিক আইন তুলে নেওয়ার অনুরোধ জানিয়ে একটি প্রস্তাব জমা দেন।

এদিকে, দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে সেনাদের প্রবেশের চেষ্টা করতে দেখা গেছে। লাইভ টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, সেনারা স্পষ্টতই সামরিক আইন জারি করার জন্য অ্যাসেম্বলি ভবনে প্রবেশের চেষ্টা করছে। তবে পার্লামেন্টের সদস্যদের অগ্নি নির্বাপক যন্ত্র স্প্রে করে সেনাদের পিছনে ঠেলে দেওয়ার চেষ্টা করতে দেখা গেছে।

সামরিক বাহিনী বলেছে, পার্লামেন্ট ও রাজনৈতিক দলগুলির কার্যক্রম নিষিদ্ধ করা হবে এবং সংবাদমাধ্যম সামরিক আইনের কমান্ডের নিয়ন্ত্রণে থাকবে।
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়