মুসলিমবিদ্বেষ মোকাবিলায় কৌশল প্রণয়ন করলো বাইডেন প্রশাসন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার ইসরায়েল-গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মুসলিম ও আরববিদ্বেষ মোকাবেলার জন্য একটি দীর্ঘ প্রতীক্ষিত কৌশল প্রকাশ করেছেন। তিন মুসলমিদের প্রতি বৈষম্য কমাতে অব্যাহত কাজ করার আহ্বান জানিয়েছেন।
নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের কয়েক সপ্তাহ আগে বাইডেন ৬৪ পৃষ্ঠার নথিটি প্রকাশ করলেন। ট্রাম্প তার প্রথম মেয়াদে কিছু সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। বাইডেন তার অফিসে প্রথম দিনেই প্রত্যাহার করেছিলেন।
৭ অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার মার্কিন ক্যাম্পাসে ইসরায়েলপন্থী এবং ফিলিস্তিনিপন্থী গোষ্ঠীর মধ্যে উত্তেজনা বেড়ে যায়। ওই সময় মানবাধিকার সমর্থকরা ক্রমবর্ধমান ইহুদি-বিদ্বেষ, ইসলামোফোবিয়া এবং আরববিরোধী ঘৃণার সতর্কবার্তা দিয়েছিল। ২০২৩ সালের সেপ্টেম্বরে হোয়াইট হাউস ইহুদি-বিদ্বেষের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি ব্যাপক কৌশল প্রণয়ন করলেও মুসলিমদের ব্যাপারে নিস্ক্রিয় ছিল। ওই বছরের অক্টোবরে শিকাগোতে এক মুসলিম বিদ্বেষীর ছুরি হামলায় ছয় বছর বয়সী বালক ওয়াদেয়া আল-ফায়ুম খুন হয়। ওই মার্কিনি ফায়ুম এবং তার মাকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল।
মুসলিমবিরোধী বিদ্বেষ মোকাবিলায় প্রণীত কৌশল সম্পর্কে এক বিবৃতিতে বাইডেন প্রশাসন বলেছে, “গত এক বছরে, আমেরিকান-মুসলিম এবং আরব সম্প্রদায়ের বিরুদ্ধে হুমকির কারণে এই উদ্যোগটি আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।”
সলিম নাগরিক অধিকার গোষ্ঠী দ্য কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস কৌশলটিকে “অপ্রতুল, বিলম্বিত” বলে অভিহিত করেছে।
ঢাকা/শাহেদ