ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফ্রান্সে ঘূর্ণিঝড়ের আঘাতে নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০১, ১৫ ডিসেম্বর ২০২৪   আপডেট: ২০:২৪, ১৫ ডিসেম্বর ২০২৪
ফ্রান্সে ঘূর্ণিঝড়ের আঘাতে নিহত ১৪

ফ্রান্সের ভারত মহাসাগরীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের আঘাতে মায়োটে এলাকায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। কর্তৃপক্ষ রবিবার এ তথ্য জানিয়েছে। 

কর্মকর্তারা সতর্ক দিয়ে জানিয়েছেন, নিহতের প্রকৃত সংখ্যা জানতে কয়েকদিন সময় লাগবে।

একটি নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে, কর্তৃপক্ষের তৈরি করা অস্থায়ী তালিকায় নিহতের সংখ্যা ১৪ বলে জানা গেছে।

মায়োটের রাজধানী মামুদজু-এর মেয়র আম্বদিলওয়াহেদু সৌমাইলা জানিয়েছেন, ৯জন গুরুতর আহত হয়েছেন এবং হাসপাতালে তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এছাড়া আরো ২৪৬ জন গুরুতর আহত হয়েছেন।

তিনি বলেন, “ঝড় হাসপাতাল আঘাত হেনেছে, স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়িঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। কোনো কিছুই রেহাই পায়নি।”

ঘূর্ণিঝড় চিডো মোজাম্বিকের প্রায় ৫০০ কিলোমিটার পূর্বে দ্বীপগুলোতে আঘাত হানার পর মায়োটের তিন লাখ ২০ হাজার বাসিন্দাকে লকডাউনের আদেশ দেওয়া হয়েছিল।

ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রিটেইলিউ শনিবার গভীর রাতে প্যারিসে এক বৈঠকের পর জানিয়েছেন, বাতাসের গতিবেগ প্রতি ঘন্টায় কমপক্ষে ২২৬ কিলোমিটার ছিল।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়