ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আফগানিস্তানে পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৬

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩১, ২৫ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৮:৩৮, ২৫ ডিসেম্বর ২০২৪
আফগানিস্তানে পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৬

আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তানের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৬-এ পৌঁছেছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। বুধবার একজন তালেবান সরকারি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

আফগান সরকারের ডেপুটি মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানিয়েছেন, পাকিস্তান সীমান্তবর্তী পাকতিকা প্রদেশে হামলায় ছয়জন আহত হয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, মঙ্গলবারের অভিযানটি ছিল আফগানিস্তানের পাকতিকা প্রদেশে একটি প্রশিক্ষণ সুবিধা ভেঙে ফেলা এবং বিদ্রোহীদের হত্যা করা।

এদিকে, এক বিবৃতিতে পাকিস্তানি তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তানের মুখপাত্র মোহাম্মদ খুরাসানি দাবি করেছেন, হামলায় ২৭ জন নারী ও শিশুসহ ৫০ জন নিহত হয়েছে।

পাকিস্তানের সামরিক বাহিনী কিংবা কর্মকর্তারা এ ব্যাপারে আনুষ্ঠানিভাবে কোনো মন্তব্য করেননি।
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়