ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারতের কুম্ভমেলায় অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৪, ১৯ জানুয়ারি ২০২৫  
ভারতের কুম্ভমেলায় অগ্নিকাণ্ড

ভারতের প্রয়াগরাজে কুম্ভমেলায় অগ্নিকাণ্ড ঘটেছে। স্থানীয় সময় রবিবার ১৯ নম্বর সেক্টরের একটি তাঁবুতে আগুন ধরে যাওয়ার তা দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন।

অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে তা এখনো জানা যায়নি। তবে এই ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ধারণা করা হচ্ছে, তাঁবুর ভিতরে থাকা গ্যাসের সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয়েছে। আগুনের জেরে প্রায় ৫০টি তাঁবু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। 

কুম্ভমেলার জন্য প্রয়াগরাজে প্রচুর মানুষের ভিড় হয়েছে। বিস্তীর্ণ মেলাপ্রাঙ্গণে জরুরি পরিস্থিতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও করে রাখা হয়েছেছিল। তাই অগ্নিকাণ্ডের খবর পেয়ে সঙ্গে সঙ্গে দুর্ঘটনাস্থলে পৌঁছে যান দমকল কর্মীরা এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-র একটি দলও সেখানে পৌঁছে যায়। 

অগ্নিকাণ্ডের খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেক্টর ১৯-এর দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন মেলায় মোতায়েন থাকা পুলিশকর্মীরা। পুণ্যার্থীদের দুর্ঘটনাস্থল থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। 

আখড়া থানার ইনচার্জ ভাস্কর মিশ্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, দু’টি সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে এবং তার জেরে তাঁবুগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়