যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া। শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ তথ্য জানিয়েছেন।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস জানিয়েছে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, মস্কো ওয়াশিংটনের সাথে যোগাযোগ করবে। তবে কেবল তখনই যোগাযোগ হবে যখন যুক্তরাজ্য এবং ফ্রান্সের পারমাণবিক অস্ত্রাগার অন্তর্ভুক্ত করা হবে।
বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, তিনি পারমাণবিক অস্ত্র হ্রাস করার জন্য কাজ করতে চান। ট্রাম্প পরামর্শ দিয়েছিলেন যে রাশিয়া এবং চীনও তাদের অস্ত্র কমানোর বিষয়টি সমর্থন করতে পারে।
ট্রাম্পের মন্তব্যের জবাবে পেসকভ তাসকে বলেন, “আমরা অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব আলোচনা প্রক্রিয়া শুরু করতে আগ্রহী।”
তিনি বলেন, “বর্তমান পরিস্থিতিতে, সব পারমাণবিক ক্ষমতা বিবেচনায় নেওয়া দরকার। বিশেষ করে, ফ্রান্স এবং যুক্তরাজ্যের পারমাণবিক ক্ষমতা বিবেচনা না করে আলোচনা করা অসম্ভব। বর্তমান বাস্তবতা এটিকে প্রয়োজনীয় করে তোলে।”
ঢাকা/শাহেদ