ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সীমান্তে মাটির নিচ থেকে উদ্ধার ৬২ হাজার বোতল ফেনসিডিল

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৬, ২৬ জানুয়ারি ২০২৫   আপডেট: ০৯:০৮, ২৬ জানুয়ারি ২০২৫
সীমান্তে মাটির নিচ থেকে উদ্ধার ৬২ হাজার বোতল ফেনসিডিল

বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত এলাকায় ‘অপস এলার্ট’ নামে অভিযান চালাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফ। এই অভিযানে তারা বাংলাদেশের দর্শনার ওপারে পশ্চিমবঙ্গের গেদে সীমান্তের কাছে মাটির নিচে তিনিটি ট্যাঙ্ক খুঁজে পেয়েছে। আর এই তিন ট্যাঙ্ক বা বাংকারের ভেতরে মাটিচাপা দেওয়া ছিল ৬২ হাজার বোতল ফেনসিডিল।

বিএসএফ শনিবার (২৫ জানুয়ারি) এক বিবৃতিতে দাবি করেছে, ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কিষাণগঞ্জ থানার অন্তর্গত মাঝদিয়া শহরের নঘাটা এলাকায় অভিযান চালায় বিএসএফের দক্ষিণবঙ্গ ৩২ ব্যাটালিয়ন। তারা সেখানে ভূগর্ভস্থ তিনটি ট্যাঙ্ক থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফসিরাপ ফেনসিডিল উদ্ধার। 
দক্ষিণবঙ্গ বিএসএফের ডিআইজি নিলোৎপাল কুমার পান্ডে সংবাদমাধ্যম এএনআইকে বলেছেন, মাটির নিচে বাংকার তৈরি করে তাতে থরে থরে সাজানো ফেনসিডিল! যার মূল্য প্রায় ১ কোটি ৪০ লাখ রুপি। এই ৬২ হাজার বোতল ফেনসিডিল বাংলাদেশে পাচারের অপেক্ষায় ছিল। এগুলো উদ্ধার করে বাজেয়াপ্ত করার হয়েছে।

ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে অপস এলার্ট অভিযান চালাচ্ছে বিএসএফ। ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া এই অভিযান চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। বিএসএফের ভাষায়- সীমান্তে চোরাকারবারি ও অবৈধ অনুপ্রবেশ রুখতে এই অভিযান দারুণ ফল দেবে।

ঢাকা/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়