ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে এবার বিদ্রোহের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩২, ২৬ জানুয়ারি ২০২৫  
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে এবার বিদ্রোহের অভিযোগ

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলের বিরুদ্ধে এবার বিদ্রোহের অভিযোগ আনা হয়েছে। ডিসেম্বরে সামরিক আইন জারির চেষ্টা করার পর রবিবার তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে।

সুক ইওলের সামরিক শাসন আরোপের দুর্ভাগ্যজনক প্রচেষ্টা দেশকে এক অভূতপূর্ব রাজনৈতিক সংকটের মধ্যে ফেলে দেয়। এর ফলে তিনি দক্ষিণ কোরিয়ার ইতিহাসে প্রথম ক্ষমতাসীন প্রেসিডেন্ট হন যার বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ আনা হয়।

শনিবার সিউলের একটি আদালত ইউনের আটকের মেয়াদ বাড়ানোর অনুরোধ প্রত্যাখ্যান করার হয়। এরপরেই তার বিরুদ্ধে নতুন অভিযোগ আনা হলো। এর অর্থ হল সোমবারের আগে তাকে অভিযুক্ত করা হবে নাকি মুক্তি দেওয়া হবে সে বিষয়ে প্রসিকিউটরদের সিদ্ধান্ত নিতে হবে।

প্রধান বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির মুখপাত্র হান মিন-সু এক সংবাদ সম্মেলনে বলেছেন, “বিদ্রোহের মূল হোতার শাস্তি এখন অবশেষে শুরু হচ্ছে।”

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়