ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মোদিকে হোয়াইট হাউজে ট্রাম্পের আমন্ত্রণ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩২, ৪ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১১:৩৩, ৪ ফেব্রুয়ারি ২০২৫
মোদিকে হোয়াইট হাউজে ট্রাম্পের আমন্ত্রণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আগামী সপ্তাহে হোয়াইট হাউজে বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। হোয়াইট হাউজের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। 

যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমানে করে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর কয়েক ঘণ্টা পরেই এই তথ্য জানা গেলো। খবর রয়টার্সের। 

আরো পড়ুন:

এই বৈঠক দেশ দুটির দ্বিপাক্ষিক বাণিজ্য ও কৌশলগত সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ ভারতীয় পণ্যেও শুল্ক আরোপে হুমকি দিয়েছিলেন ট্রাম্প। 

ট্রাম্প গত ২৭ জানুয়ারি মোদির সঙ্গে কথা বলেছিলেন। তখন তিনি অভিবাসন নিয়ে আলোচনা করেছিলেন। এছাড়া দ্বিপাক্ষিক বাণিজ্যের ভারসাম্য বজায় রাখার জন্য ভারতের আরো বেশি যুক্তরাষ্ট্রে তৈরি নিরাপত্তা সরঞ্জাম কেনার গুরুত্বের ওপর জোর দিয়েছিলেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রে ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদার। ২০২৩-২৪ সালে দেশ দুটির মধ্যে দ্বিমুখী বাণিজ্য ১১৮ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে, যেখানে ভারতের বাণিজ্য উদ্বৃত্ত ৩২ বিলিয়ন ডলার।

চীনকে মোকাবেলা করার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদার ভারত। মার্কিন পণ্যের ওপর ভারতের উচ্চ শুল্ক আরোপের কথা উল্লেখ করে ট্রাম্প অতীতে যে শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন, তা এড়াতে আগ্রহী ভারত। 

এছাড়া ভারত তার নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসা (এইচ-১বি ভিসা) পাওয়ার বিষয়টি সহজ করতেও আগ্রহী।

ট্রাম্পের আমন্ত্রণ সম্পর্কে ভারত সরকার এখনও কোনো মন্তব্য করেনি।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়