ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইউক্রেনকে পুনরায় সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৪, ১২ মার্চ ২০২৫  
ইউক্রেনকে পুনরায় সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইউক্রেনের সাথে সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য ভাগাভাগি পুনরায় শুরু করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার সাথে ইউক্রেন ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবকে সমর্থন করছে বলে জানানোর পর ওয়াশিংটন বিষয়টি নিশ্চিত করেছে।

মঙ্গলবার সৌদি আরবের জেদ্দায় ইউক্রেনীয় কর্মকর্তাদের সাথে আট ঘন্টারও বেশি সময় ধরে আলোচনার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এখন প্রস্তাবটি রাশিয়ার কাছে নিয়ে যাবে এবং বলটি মস্কোর কোর্টে।

তিনি বলেছেন, “আমাদের আশা রাশিয়ানরা যত তাড়াতাড়ি সম্ভব ‘হ্যাঁ’ উত্তর দেবে, যাতে আমরা এর দ্বিতীয় পর্যায়ে যেতে পারি, যা প্রকৃত আলোচনা।”

রুবিও জানান, ওয়াশিংটন ‘যত তাড়াতাড়ি সম্ভব’ রাশিয়া এবং ইউক্রেন উভয়ের সাথেই একটি পূর্ণাঙ্গ চুক্তি চায়।

সম্প্রতি ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বাদানুবাদ হয়। এর জেরে ইউক্রেনের সাথে সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য ভাগাভাগি বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র। এ ঘটনার পর ইউক্রেন জানিয়েছে, শান্তি চুক্তির জন্য যা প্রয়োজন তার সবকিছু করতে প্রস্তুত আছে কিয়েভ।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়