ঢাকা     বৃহস্পতিবার   ২০ মার্চ ২০২৫ ||  চৈত্র ৭ ১৪৩১

পাকিস্তানে ট্রেনে জিম্মি উদ্ধার অভিযান সমাপ্ত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৭, ১২ মার্চ ২০২৫   আপডেট: ২২:৩৪, ১২ মার্চ ২০২৫
পাকিস্তানে ট্রেনে জিম্মি উদ্ধার অভিযান সমাপ্ত

পাকিস্তানের বেলুচিস্তানের বোলান জেলায় ট্রেনে জিম্মি উদ্ধার অভিযান শেষ হয়েছে। বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীর বরাত দিয়ে জিও টিভি এ তথ্য নিশ্চিত করেছে।

লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, বেলুচিস্তানের বোলান জেলায় সন্ত্রাসীরা জাফর এক্সপ্রেস ছিনতাইয়ের পর নিরাপত্তা বাহিনীর পরিচালিত ক্লিয়ারেন্স অপারেশনে কোনো যাত্রীর ক্ষতি হয়নি।

একটি বেসরকারি সংবাদ চ্যানেলের সাথে আলাপকালে আইএসপিআরের মহাপরিচালক বলেন, “৩৩ জন সন্ত্রাসীকে জাহান্নামে পাঠানো হয়েছে... ক্লিয়ারেন্স অপারেশনের সময় চারজন ফ্রন্টিয়ার কর্পস সদস্য শহীদ হয়েছেন।”

মঙ্গলবার পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস ট্রেনের ৪৫০ যাত্রীকে জিম্মি করেছে বেলুচিস্তানের স্বাধীনতা দাবিকারী বালুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বুধবার নিরাপত্তা বাহিনী জানিয়েছিল, জিম্মি যাত্রীদের মধ্যে আত্মঘাতী বোমা পরে জঙ্গিরা বসে আছে। এর ফলে উদ্ধার প্রচেষ্টা ব্যাহত হচ্ছে। ওই সময় জানানো হয়, অভিযানে ৩০ জঙ্গি নিহত হয়েছে।

বুধবার রাতে নিরাপত্তা বাহিনী ১৯০ জন জিম্মিকে উদ্ধার করেছে বলে জানানো হয়েছিল। এদের অধিকাংশই নারী ও শিশু।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়