ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হন্ডুরাসে বিমান বিধ্বস্ত, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪১, ১৮ মার্চ ২০২৫  
হন্ডুরাসে বিমান বিধ্বস্ত, নিহত ৭

হন্ডুরাসে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছে। দমকল কর্মীরা জানিয়েছেন, স্থানীয় সময় সোমবার রাতে রোটান দ্বীপ থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই বিমানটি সাগরে পড়ে বিধ্বস্ত হয়। খবর রয়টার্সের।

রোটান ফায়ার ক্যাপ্টেন ফ্র্যাঙ্কলিন বোর্জাস সাংবাদিকদের জানান, দুর্ঘটনার পর ১০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

আরো পড়ুন:

হন্ডুরাসের পরিবহনমন্ত্রীর মতে, ল্যানহসা এয়ারলাইন্সের বিমানটি ১৪ জন যাত্রী এবং তিনজন ক্রু সদস্য বহন করছিল। তিনি জানান, দ্বীপের উপকূল থেকে প্রায় ১ কিলোমিটার (০.৬ মাইল) দূরে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায়।

স্থানীয় গণমাধ্যমের তথ্যানুসারে, যাত্রীদের মধ্যে একজন মার্কিন নাগরিক, একজন ফরাসি নাগরিক এবং দুজন শিশু ছিল। বিমানটি হন্ডুরাসের মূল ভূখণ্ডের লা সেইবা বিমানবন্দরে যাওয়ার কথা ছিল।

দমকল কর্মকর্তা জানিয়েছেন, নিহতদের মধ্যে বিখ্যাত গ্যারিফুনা সংগীতশিল্পী অরেলিও মার্টিনেজ সুয়াজোও রয়েছেন।

দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়। বিমান সংস্থাটি রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। রোটান দ্বীপ হন্ডুরাসের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়