ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যুক্তরাষ্ট্রের ২৩ বিলিয়ন ডলার পণ্যের ওপর শুল্ক কমাবে ভারত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৬, ২৫ মার্চ ২০২৫   আপডেট: ১৯:০৯, ২৫ মার্চ ২০২৫
যুক্তরাষ্ট্রের ২৩ বিলিয়ন ডলার পণ্যের ওপর শুল্ক কমাবে ভারত

যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ২৩ বিলিয়ন ডলার মূল্যের পণ্যের ওপর শুল্ক কমাতে প্রস্তুত ভারত। দুই দেশের মধ্যে আলোচিত বাণিজ্য চুক্তি প্রথম পর্যায়ে ভারত এই শুল্ক হ্রাস করতে রাজী বলে , দুটি সরকারি সূত্র রয়টার্সকে জানিয়েছে।

জানুয়ারিতে হোয়াইট হাউসে প্রবেশের পরপর বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানিকৃত পণ্যের ওপর শুল্ক আরোপ শুরু করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার শুল্ক আক্রমণের বড় শিকার চীন ও কানাডা। আগামী ২ এপ্রিল থেকে বিশ্বব্যাপী কার্যকর হবে ট্রাম্পের শুল্ক আরোপ। ভারত তার নিজের ওপর এই শুল্ক আরোপের প্রভাব কমাতে চায়।

দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে. একটি অভ্যন্তরীণ বিশ্লেষণে নয়াদিল্লি অনুমান করেছে যে এই ধরনের পারস্পরিক শুল্ক মার্কিন যুক্তরাষ্ট্রে তার মোট রপ্তানির ৮৭ শতাংশের ওপর আঘাত হানবে, যার পরিমাণ ৬৬ বিলিয়ন ডলার। এই চুক্তির অধীনে ভারত ৫৫ শতাংশ মার্কিন পণ্যের উপর শুল্ক কমাতে প্রস্তুত, যেগুলো এখন ৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত শুল্কের আওতায় রয়েছে।

একটি সূত্র জানিয়েছে, এই শ্রেণির পণ্যের ক্ষেত্রে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ২৩ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের আমদানিকৃত পণ্যের উপর ‘যথেষ্ট পরিমাণে’ শুল্ক কমাতে বা এমনকি কিছু সম্পূর্ণরূপে বাতিল করতে প্রস্তুত।

ভারতের বাণিজ্য মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং একজন সরকারি মুখপাত্রের কাছে মন্তব্য চেয়ে ইমেইল করা হলে তারা জবাব দেননি।

বিশ্ব বাণিজ্য সংস্থার তথ্য অনুসারে, সামগ্রিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে যেখানে বাণিজ্যভিত্তিক গড় শুল্ক প্রায় ২ দশমিক ২ শতাংশ, সেখানে ভারতের ১২ শতাংশ। ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ৪৫ দশমিক ৬ বিলিয়ন ডলারের।
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়