ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মিয়ানমারে ভূমিকম্প: শহরজুড়ে অ্যাম্বুলেন্সের সাইরেন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৪, ২৮ মার্চ ২০২৫   আপডেট: ১৮:০৮, ২৮ মার্চ ২০২৫
মিয়ানমারে ভূমিকম্প: শহরজুড়ে অ্যাম্বুলেন্সের সাইরেন

শুক্রবার দুপুরে মিয়ানমারে ভূমিকম্পে ধসে পড়া কয়েকটি ভবন।

জোড়া ভূমিকম্পের পরে কয়েক ঘণ্টা কেটে গেলেও মিয়ানমারের ক্ষয়ক্ষতি বা হতাহতের পরিস্থিতি নিয়ে সরকারি কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বিবিসি জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল মান্দালয় শহরজুড়ে অ্যাম্বুলেন্সের সাইরেন শোনা যাচ্ছে।

স্থানীয় সময় দুপুরে মিয়ানমারের মান্দালয়ে প্রথম দফায় ভূমিকম্প হয়। এর ১২ মিনিট পরে হয় আফটার শক বা পরাঘাত। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, জোড়া কম্পনের মাত্রা রিখটার স্কেলে ছিল যথাক্রমে ৭ দশমিক ৭ এবং ৬ দশমিক ৪। 

আরো পড়ুন:

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, মান্দালয়ে একটি মসজিদ ধসে অন্তত ২০ জন নিহত হয়েছেন। 

ফেসবুকে প্রকাশিত ভিডিও এবং ছবি অনুসারে, মান্দালয়ে ভূমিকম্পে পুরোনো রাজপ্রাসাদ এবং ভবনগুলোর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। মান্দালয়ের দক্ষিণ-পশ্চিমে সাগাইং অঞ্চলে, ৯০ বছরের পুরনো একটি সেতু ভেঙে পড়েছে। ইয়াঙ্গুনের সঙ্গে সংযোগকারী মহাসড়কের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। নেপিদোতে ভূমিকম্পে ধর্মীয় উপাসনালয়গুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিছু অংশ মাটিতে পড়ে গেছে এবং কিছু বাড়িঘর ভেঙে পড়েছে।

বিবিসি জানিয়েছে, পরাঘাতের আশঙ্কায় মান্দালয়ের অনেক বাসিন্দা এখনো বাড়িতে ফেরেনি। কেউ কেউ এখনো রাস্তায় অবস্থান করছেন। শহরের বিভিন্ন স্থানে অগ্নিনির্বাপনের গাড়ি এবং অ্যাম্বুলেন্স চলাচল করতে দেখা যাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে জানিয়েছে, শহরজুড়ে প্রায় একটানা জরুরি যানবাহনের সাইরেনের শব্দ শোনা যাচ্ছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়