ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মিয়ানমারে ভূমিকম্পে নিহত ২৭০০ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৬, ২ এপ্রিল ২০২৫  
মিয়ানমারে ভূমিকম্পে নিহত ২৭০০ ছাড়াল

মিয়ানমারে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে মৃতের ২৭০০ ছাড়িয়ে গেছে। একইসঙ্গে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫০০ জনে। চার শতাধিক মানুষ এখনও ক্ষতিগ্রস্ত ভবনের নিচে নিখোঁজ রয়েছেন। 

বুধবার (২ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

এদিকে, গতকাল মঙ্গলবার ৯০ ঘণ্টারও বেশি সময় ধ্বংসস্তুপের নিচে আটকে থাকা এক নারীকে জীবিত উদ্ধার করেছে দমকল কর্মীরা। ওই নারীর বয়স ৬৩ বছর। তবে সময় যত যাচ্ছে নিখোঁজ ব্যক্তিদের জীবিত উদ্ধারের সম্ভবনা ক্ষীণ হচ্ছে। 

ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ সহায়তা অভিযান অব্যাহত রেখেছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা। তারা বলেছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে মানুষের জন্য জরুরিভিত্তিকে আশ্রয়, খাদ্য ও পানি জরুরি। কিন্তু দেশজুড়ে গৃহযুদ্ধ চলায় ক্ষতিগ্রস্ত লোকজনের কাছে সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।

এমন পরিস্থিতিতে মঙ্গলবার এক ভাষণে দেশটির সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং বলেছেন, “ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ২ হাজার ৭১৯ জনে পৌঁছেছে।”

স্মরণকালের ভয়াবহ এই ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

ঢাকা/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়