ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে ভারতে ব্যাপক বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২২, ৪ এপ্রিল ২০২৫   আপডেট: ১৮:৫৯, ৪ এপ্রিল ২০২৫
ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে ভারতে ব্যাপক বিক্ষোভ

ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর কলকাতা, চেন্নাই এবং আহমেদাবাদের রাস্তায় হাজার হাজার মুসলিম বিক্ষোভ করেছে।

কলকাতায় বিশাল জনতা জাতীয় পতাকা উড়িয়ে এবং ‘আমরা ওয়াকফ সংশোধনী প্রত্যাখ্যান করি’ ও ‘ওয়াকফ বিল প্রত্যাখ্যান করি’ লেখা পোস্টার বহন করে জনসভাস্থলে জড়ো হয়েছেন। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বেশিরভাগ বিক্ষোভই জয়েন্ট ফোরাম ফর ওয়াকফ প্রোটেকশন নামের একটি সংগঠন আয়োজন করেছিল।

আহমেদাবাদের রাস্তায় উত্তেজনাপূর্ণ পরিবেশ ছিল। পুলিশ রাস্তায় বসে থাকা বয়স্ক বিক্ষোভকারীদের জোর করে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। চেন্নাইতেও একইরকম দৃশ্য দেখা গেছে। অভিনেতা বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজগম রাজ্যব্যাপী প্রতিবাদের ঘোষণা দিয়েছে। টিভিকে কর্মীরা চেন্নাই এবং কোয়েম্বাটুর এবং তিরুচিরাপল্লীর মতো প্রধান শহরগুলোতে জড়ো হয়ে ‘ওয়াকফ বিল প্রত্যাখ্যান করুন’ এবং ‘মুসলমানদের অধিকার কেড়ে নেবেন না’ এর মতো স্লোগান তোলেন।

তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয় ওয়াকফ বিলকে ‘গণতন্ত্রবিরোধী’ বলে অভিহিত করেছেন এবং বলেছেন, এটি ভারতের ধর্মনিরপেক্ষ ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন, তিনি রাজ্যের মুসলমানদের তাদের জমি হারাতে দেবেন না।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়