ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারতের চণ্ডীগড়ে বিমান হামলার সতর্কতা সাইরেন 

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৯, ৯ মে ২০২৫  
ভারতের চণ্ডীগড়ে বিমান হামলার সতর্কতা সাইরেন 

বিমান বাহিনী স্টেশন থেকে ‘সম্ভাব্য হামলার’ সতর্কতা পাওয়ার পর শুক্রবার সকালে ভারতের চণ্ডীগড়ে প্রায় এক ঘন্টা ধরে সাইরেন বাজানো হয়েছিল। চণ্ডীগড় প্রশাসন X-এ একটি পোস্টে এ তথ্য জানিয়েছে

পোস্টটিতে বলা হয়েছে, “সবাইকে ঘরের ভেতরে অবস্থান এবং বারান্দা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।”

পার্শ্ববর্তী পঞ্চকুলার জেলা প্রশাসনও সাইরেন বাজিয়ে মানুষকে ঘরে থাকার আহ্বান জানিয়েছে।

জম্মু ও কাশ্মীরের কিছু অংশে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এবং পাঞ্জাবের পাঠানকোটে গোলাবর্ষণের পর গত সন্ধ্যায় চণ্ডীগড়ে একই রকম সাইরেন বাজানো হয়েছিল এবং ব্ল্যাকআউট জারি করা হয়েছিল।

চণ্ডীগড়ের ডেপুটি কমিশনার নিশান্ত কুমার যাদব গত রাতে গভীর রাতে জানিয়েছেন, জরুরি পরিস্থিতির কারণে’ চণ্ডীগড়ের সমস্ত বেসরকারি ও সরকারি স্কুল শুক্র ও শনিবার বন্ধ রাখা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির দাবি, পাকিস্তান গত সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের আরএস পুরা, আরনিয়া, সাম্বা এবং হীরানগরে কমপক্ষে আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। জম্মুর উপর দিয়েও ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করা হয়েছিল। রাজস্থানের জয়সলমীর, পাঞ্জাবের অমৃতসর এবং হরিয়ানার পঞ্চকুলায়ও ব্ল্যাকআউট জারি করা হয়েছিল।

ভারতীয় সেনাবাহিনী শুক্রবার সকালে জানিয়েছে, ৮ মে ও ৯ মে মধ্যরাতে পশ্চিম সীমান্তে ড্রোন এবং অন্যান্য অস্ত্র ব্যবহার করে পাকিস্তানি সশস্ত্র বাহিনী ‘একাধিক আক্রমণ’ চালিয়েছে।

এক্স-এ এক পোস্টে সেনাবাহিনী বলেছে, “পাকিস্তানি সেনারা জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর অসংখ্য যুদ্ধবিরতি লঙ্ঘন (সিএফভি) করেছে। ড্রোন হামলা কার্যকরভাবে প্রতিহত করা হয়েছে এবং সিএফভিদের উপযুক্ত জবাব দেওয়া হয়েছে।”

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়