ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফিলিস্তিনিদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২০, ২৪ মে ২০২৫  
ফিলিস্তিনিদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে ইসরায়েল

গাজায় ফিলিস্তিনিদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে ইসরায়েল। বোমা ও বন্দুকধারীদের সন্ধানে ভবন এবং সুড়ঙ্গে পাঠানো হচ্ছে ফিলিস্তিনিদের। বেশ কয়েকজন ফিলিস্তিনি ও ইসরায়েলি সেনা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) কে এ তথ্য জানিয়েছে।

 ১৯ মাসের যুদ্ধে ফিলিস্তিনিদের মানব ঢার হিসেবে ব্যবহারের এই অনুশীলন সর্বব্যাপী হয়ে উঠেছে বলে ইসরায়েলি সেনারা জানিয়েছে।

এপি সাতজন ফিলিস্তিনির সাথে কথা বলেছে যারা গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে বর্ণনা করেছে। এছাড়া বার্তা সংস্থাটি ইসরায়েলি সেনাবাহিনীর দুই সদস্যের সাথে কথা বলেছে যারা জানিয়েছে, তারা আন্তর্জাতিক আইন নিষিদ্ধ এই অনুশীলনে জড়িত।

অধিকার গোষ্ঠীগুলো জানিয়েছে, ইসরায়েল কয়েক দশক ধরে গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ঢাল হিসাবে ব্যবহার করে আসছে। ২০০৫ সালে সুপ্রিম কোর্ট এই অনুশীলনকে নিষিদ্ধ ঘোষণা করলে ইসরায়েলি সেনারা এর চর্চা অব্যাহত রেখেছে।

এই অভিযোগের জবাবে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা বেসামরিক লোকদের ঢাল হিসেবে ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ করে। তবে এই অনুশীলনটি তারা দীর্ঘদিন ধরে গাজায় হামাসকে ব্যবহার করার জন্য অভিযুক্ত করে আসছে।

সেনাবাহিনী জানিয়েছে, তারা মিশনে ফিলিস্তিনিদের জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকটি ঘটনা তদন্ত করছে, কিন্তু এপিকে বিস্তারিত তথ্য দেবে না। 


 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়