ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাংবাদিক ও উদ্ধারকর্মীদের ওপর হামলা চালাচ্ছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৩, ২৫ মে ২০২৫  
সাংবাদিক ও উদ্ধারকর্মীদের ওপর হামলা চালাচ্ছে ইসরায়েল

গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় কমপক্ষে ২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে একজন স্থানীয় সাংবাদিক এবং একজন জ্যেষ্ঠ উদ্ধারকর্মী রয়েছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, দক্ষিণে খান ইউনিস, উত্তরে জাবালিয়া এবং মধ্য গাজা উপত্যকার নুসাইরাত-এ পৃথক ইসরায়েলি হামলায় সর্বশেষ মৃত্যুর ঘটনা ঘটেছে।

রবিবার সকালে স্থানীয় সাংবাদিক হাসান মাজদি আবু ওয়ার্দার বাড়িতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে হাসান ও তার পরিবারের বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছেন।

চিকিৎসকরা আরো জানিয়েছেন, নুসাইরাত-এ আরেকটি বিমান হামলায় ভূখণ্ডের বেসামরিক জরুরি পরিষেবার একজন জ্যেষ্ঠ কর্মকর্তা আশরাফ আবু নার এবং তার স্ত্রী তাদের বাড়িতেই নিহত হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

হামাস পরিচালিত গাজা সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, আবু ওয়ার্দার মৃত্যুর ফলে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় নিহত ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা ২২০ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা রাতভর গাজায় আরও হামলা চালিয়েছে, অস্ত্র সংরক্ষণের সুবিধা এবং রকেট লঞ্চার সহ ৭৫টি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।


 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়