ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজার ৭৭ শতাংশ এখন ইসরায়েলের দখলে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৬, ২৫ মে ২০২৫  
গাজার ৭৭ শতাংশ এখন ইসরায়েলের দখলে

গাজা উপত্যকার ৭৭ শতাংশ নিয়ন্ত্রণ করছে এখন ইসরায়েল। শনিবার আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

গাজা উপত্যকার সরকারি মিডিয়া অফিস বলছে, “এটি সরাসরি স্থল আক্রমণ এবং আবাসিক ও বেসামরিক এলাকায় দখলদার বাহিনী মোতায়েনের মাধ্যমে, ভারী অগ্নিসংযোগ নিয়ন্ত্রণের মাধ্যমে অথবা অন্যায্য জোরপূর্বক উচ্ছেদ নীতির মাধ্যমে অর্জিত হয়েছে, যা ফিলিস্তিনি নাগরিকদের তাদের বাড়িঘর, এলাকা, জমি ও সম্পত্তিতে প্রবেশ করতে বাধা দেয়।”

বিবৃতিতে বলা হয়েছে, “গাজা উপত্যকার বিশাল অংশের উপর অব্যাহত গণহত্যা, জাতিগত নির্মূল, উপনিবেশবাদ, আগ্রাসন ও দখলদারিত্ব নিয়ন্ত্রণ সব আন্তর্জাতিক আইন ও নিয়মের স্পষ্ট লঙ্ঘন করে বলপ্রয়োগের মাধ্যমে চূড়ান্ত সমাধান চাপিয়ে দেওয়ার ইসরায়েলি রাজনৈতিক ইচ্ছার প্রতিফলন ঘটায়।”

গাজা উপত্যকার সরকারি মিডিয়া অফিস বিবৃতিতে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলি সম্প্রসারণ বন্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়