ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কলকাতায় পুলিশের বাইকে ধাক্কা মারা অভিযুক্ত ক্যাব চালক বাংলাদেশি

কলকাতা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫২, ২৫ মে ২০২৫  
কলকাতায় পুলিশের বাইকে ধাক্কা মারা অভিযুক্ত ক্যাব চালক বাংলাদেশি

গত সপ্তাহে পশ্চিমবঙ্গের কলকাতায় এক পুলিশ সদস্যের মোটরসাইকেলে ধাক্কা দেওয়া গাড়িচালক বাংলাদেশি নাগরিক। রবিবার কলকাতা পুলিশ এ তথ্য জানিয়েছে।

 ১৮ মে সকাল সাড়ে ৬টার দিকে দক্ষিণ কলকাতার কালীঘাটে নেতাজি নগর থানার সহকারী উপ-পরিদর্শকক সুষেন দাসের মোটরসাইকেলে পিছন থেকে ধাক্কা মারে এক ক্যাব চালক। এতে গুরুতর জখম হন তিনি। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নিয়ে ওই চালককে গ্রেপ্তার করে কালীঘাট থানার পুলিশ। পরবর্তীতে অভিযুক্ত গাড়ির চালকের ড্রাইভিং লাইসেন্স বাতিল করার পরে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি একজন বাংলাদেশি নাগরিক। ৪১ বছর বয়সী  ওই অভিযুক্তের নাম আজাদ শেখ। 

জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত আজাদ শেখ পুলিশকে যে সব নথিপত্র দেয় তা যাচাই করে দেখা যায় আজাদ শেখ বাংলাদেশের বাসিন্দা। প্রায় দুই বছর আগে তিনি অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন। পরবর্তীতে ভুয়া ভারতীয় নথি সংগ্রহ করে ভুয়া আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করে নিয়েছিলেন তিনি। পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলায় বসবাস করতে শুরু করে সে।  

ভারতে অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে মামলা হয়েছে। পাশাপাশি ভারতীয় মোটর ভেহিকেল আইন অনুযায়ী তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।  

আজাদ শেখকে ভারতে প্রবেশের সহযোগিতা করা, ভুয়া ভারতীয় পরিচয় পত্র বানিয়ে দেওয়াসহ একাধিক অভিযোগে জাফর আলী শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উত্তর চব্বিশ পরগনার ন্যাজাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কালীঘাট থানার পুলিশ। পুলিশের কাছে জিজ্ঞাসাবাদে গোটা ঘটনাটি স্বীকার করেছে জাফর আলী। 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়