ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর গুলি চালাচ্ছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৯, ২৮ মে ২০২৫   আপডেট: ১৮:২০, ২৮ মে ২০২৫
ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর গুলি চালাচ্ছে ইসরায়েল

ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার  ফিলিস্তিনিদের ভিড়ের উপর গুলি চালালে কমপক্ষে একজন বেসামরিক লোক নিহত এবং ৪৮ জন আহত হয় বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, গাজায় খাদ্য সরবরাহের জন্য ইসরায়েলের নির্বাচিত দলটি তাদের বিতরণ কেন্দ্রের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপরেই ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের ভিড়ের উপর গুলি চালায়। এ ঘটনায় একজন বেসামরিক লোক নিহত এবং ৪৮ জন আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার ফিলিস্তিনিদের জন্য ত্রাণ বিতরণ স্থানের চারপাশের বেড়া ভেঙে যাওয়ার পর ইসরায়েলি বাহিনী গুলি চালাতে শুরু করে। একটি ইসরায়েলি সামরিক হেলিকপ্টার থেকে গুলি চালানোর শব্দ পাওয়া গেছে। একটি ভিডিওতে, নারী ও শিশুসহ আতঙ্কিত বেসামরিক লোকদের ত্রাণ বিতরণ স্থান থেকে পালিয়ে যেতে দেখা গেছে।

ফিলিস্তিনি অঞ্চলের জন্য জাতিসংঘের মানবাধিকার অফিসের প্রধান অজিত সুংহাই জানিয়েছেন, আহতদের বেশিরভাগই গুলিবিদ্ধ হয়েছেন। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কমপক্ষে একজন নিহত হয়েছে।

ইসরায়েল মার্চ মাসে গাজা অবরোধ করে এবং ত্রাণের প্রবেশ সম্পূর্ণ বন্ধ করে দেয়। চলতি মাসের শুরুতে একটি বিশ্বব্যাপী ক্ষুধা পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, গাজা উপত্যকার পাঁচ লাখ মানুষ অনাহারের মুখোমুখি।

১১ সপ্তাহের অবরোধ এবং ইসরায়েলের অব্যাহত কঠোর অবরোধের ফলে গাজার বেশিরভাগ মানুষ চরম ক্ষুধার্ত। বিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডের চিকিৎসক এবং সাহায্য কর্মীরা কয়েক মাস ধরে বলে আসছেন, অপুষ্টি ছড়িয়ে পড়ছে, রান্নার গ্যাসের অভাবে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি পরিচালিত বেকারিগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং দোকান ও বাজারে খাবারের দাম বেড়ে যাচ্ছে।

আন্তর্জাতিক সমালোচনার মুখে গত সপ্তাহে গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দেয় ইসরায়েল। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, তারা পূর্ণ নয়, বরং সীমিত পরিসরে ত্রাণ প্রবেশ করতে দেবেন।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়