ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হামাস নেতা মোহাম্মদ সিনওয়ারকে হত্যার দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৭, ২৮ মে ২০২৫  
হামাস নেতা মোহাম্মদ সিনওয়ারকে হত্যার দাবি ইসরায়েলের

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতা মোহাম্মদ সিনওয়ারকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বুধবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে দেওয়া ভাষণে তিনি এ দাবি করেছেন।

হামাস এখনো মোহাম্মদ সিনওয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি।

মোহাম্মদ সিনওয়ার ছিলেন হামাসের শীর্ষনেতা ইয়াহিয়া সিনওয়ারের ছোট ভাই। চলমান গাজা যুদ্ধে ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার পর গত বছর মোহাম্মদ সিনওয়ার হামাসের শীর্ষ নেতা হন।

নেতানিয়াহু বলেছেন, “আমরা মোহাম্মদ দেইফ, (ইসমাইল) হানিয়াহ, ইয়াহিয়া সিনওয়ার এবং মোহাম্মদ সিনওয়ারকে নির্মূল করেছি।”
 
তিনি বলেছেন, “গত দুই দিনে আমরা হামাসের সম্পূর্ণ পরাজয়ের দিকে নাটকীয় মোড় নিয়ে এসেছি।”

ইসরায়েল ফিলিস্তিনিদের ত্রাণ বিতরণ নিজেদের নিয়ন্ত্রণে আনছে উল্লেখ করে নেতানিয়াহু বলেন, “আমরা খাদ্য বিতরণের নিয়ন্ত্রণও নিচ্ছি।”
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়