ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আমেরিকানদের ওপর বিধিনিষেধ দেওয়া দেশের জন্য দুঃসংবাদ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১১, ২৮ মে ২০২৫   আপডেট: ২২:২১, ২৮ মে ২০২৫
আমেরিকানদের ওপর বিধিনিষেধ দেওয়া দেশের জন্য দুঃসংবাদ

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ‘আমেরিকানদের ওপর সেন্সরশিপে জড়িত ব্যক্তিদের’ উপর নতুন ভিসা বিধিনিষেধ আরোপ করা হবে। বুধবার এক্স-এ এক পোস্টে তিনি এ কথা বলেছেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, যেসব দেশ আমেরিকানদেরকে তাদের বাকস্বাধীনতার অধিকার প্রয়োগের জন্য জরিমানা, হয়রানি এবং অভিযোগ দায়ের করেছে সেসব দেশের কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র।

এক্স-এ দীর্ঘ এক পোস্টে রুবিও লিখেছেন, “অনেক দিন ধরে আমেরিকানদের তাদের বাকস্বাধীনতার অধিকার প্রয়োগের জন্য বিদেশী কর্তৃপক্ষ জরিমানা, হয়রানি এবং এমনকি অভিযোগ দায়ের করেছে। আজ, আমি একটি নতুন ভিসা বিধিনিষেধ নীতি ঘোষণা করছি যা বিদেশী কর্মকর্তা এবং আমেরিকানদের সেন্সরশিপে জড়িত ব্যক্তিদের উপর প্রযোজ্য হবে। বাকস্বাধীনতা আমেরিকান জীবনযাত্রার জন্য অপরিহার্য - একটি জন্মগত অধিকার যার উপর বিদেশী সরকারের কোনো কর্তৃত্ব নেই।”

তিনি লিখেছেন, “যারা আমেরিকানদের অধিকার ক্ষুণ্ন করার জন্য কাজ করে তাদের আমাদের দেশে ভ্রমণের সুযোগ উপভোগ করা উচিত নয়। ল্যাটিন আমেরিকা, ইউরোপ বা অন্য কোথাও যারা আমেরিকানদের অধিকার ক্ষুণ্ন করার জন্য কাজ করে তাদের সাথে ইতিবাচক আচরণের দিন শেষ।”
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়