ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খাবার সংগ্রহ করতে যাওয়া ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েলি সেনারা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৮, ২৮ মে ২০২৫  
খাবার সংগ্রহ করতে যাওয়া ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েলি সেনারা

ত্রাণ বিতরণ কেন্দ্রে যাওয়ার সময় ছয় ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া যেসব লোক তাদের পরিত্যাক্ত বাড়িতে খাদ্য সংগ্রহের জন্য যাওয়ার চেষ্টা করছে তাদেরও গুলি করে হত্যা করা হচ্ছে। বুধবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।

বুধবার দক্ষিণ রাফাহতে ত্রাণ বিতরণের সময় হুড়াহুড়ি হয়। ওই সময় বিতরণ কেন্দ্রের কাছাকাছি যাওয়ার চেষ্টা করলে ছয় ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী। গাজায় সরকারি মিডিয়া বিভাগের প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।

আল-জাজিরা জানিয়েছে, শুধু ত্রাণবিতরণ কেন্দ্রেই নয়, অন্যান্য এলাকায় খাবার সংগ্রহের চেষ্টা করার সময়ও মানুষ হত্যার শিকার ও গুলিবিদ্ধ হয়েছে। গাজা শহরের শুজাইয়া পাড়ায় দুজন ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। বাড়িতে পৌঁছানোর চেষ্টা করার সময় তাদের হত্যা করা হয়েছে।

নিহতদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত কয়েক সপ্তাহে তাদের ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য করা হয়েছিল; তারা সবকিছু পিছনে ফেলে এসেছিল - তাদের সব জিনিসপত্র, তাদের সব খাদ্য সরবরাহ ঘরের ভিতরে ছিল। তারা দুই ব্যাগ আটা সংগ্রহ করার জন্য বাড়িতে ফিরে যাওয়ার চেষ্টা করছিল। ওই সময় দুজনকে গুলি করে হত্যা করা হয়।
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়