ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মোদিকে মমতা: আমেরিকা বললে এক সেকেন্ডে চুপ হয়ে যান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৭, ২৯ মে ২০২৫   আপডেট: ১৯:৩৯, ২৯ মে ২০২৫
মোদিকে মমতা: আমেরিকা বললে এক সেকেন্ডে চুপ হয়ে যান

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছেন, “এত বড় নেতা আপনি, কিন্তু আমেরিকা বললে এক সেকেন্ডে চুপ হয়ে যান।” বৃহস্পতিবার মোদির দেওয়া ভাষণের জবাব দিতে নবান্নে সংবাদ সম্মেলন ডেকে এসব কথা বলেন মমতা।

আলিপুরদুয়ারের জনসভা থেকে পশ্চিমবঙ্গ সরকারকে লক্ষ্য করে একের পর এক আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি তৃণমূলকে নানামুখী আক্রমণ করে বলেছেন, “এই রাজ্যে পাঁচটি সঙ্কট রয়েছে।” দুর্নীতি, নারীদের নিরাপত্তা, শিক্ষা ইত্যাদি নানা প্রসঙ্গে তৃণমূল সরকারের গাফিলতিগুলোতুলে ধরে আক্রমণ শানান মোদি। 

এর প্রতিক্রিয়ায় দুপুরে নবান্নে সংবাদ সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় মোদিকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, “আপনাকে খোলা চ্যালেঞ্জ জানাচ্ছি। আজ বাংলা নিরাপদ বলে আপনি ঠিক নির্বাচনের আগে এখানে আসেন। আসেন বাংলার মানুষকে ভুল বোঝাতে, কুৎসা রটাতে, ষড়যন্ত্র করতে। মণিপুরে গেলেন না কেন? আপনার তো আগে ওখানে যাওয়া উচিত ছিল।”

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ‘অপারেশন সিঁদুর’ প্রসঙ্গে মমতা বলেন, “ওই অভিযানের নাম অপারেশন সিঁদুর তারা দিয়েছেন। এই নাম দেওয়া হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে। যে সময় বিরোধীরাও দেশের হয়ে গলা ফাটাচ্ছেন, সেই সময় নির্বাচনী প্রচারের অংশ হিসাবে এখানে রাজনীতির হোলি খেলতে এসেছেন প্রধানমন্ত্রী।”

মোদিকে লক্ষ্য করে মমতা বলেন, “উনি আগে নিজেকে চা-ওয়ালা বলতেন। পরে বললেন, পাহারাদার। আর এখন সিঁদুর বেচতে এসেছেন?”

কাশ্মীর নিয়ে মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যের জবাবে মোদি কোনো জবাব দেননি উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, “এত বড় নেতা আপনি, আমেরিকা বললেই চুপ হয়ে যান।”

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়