ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারতে ১ সপ্তাহে করোনার সংক্রমণ বেড়েছে ১২০০ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৬, ১ জুন ২০২৫   আপডেট: ১৬:৪৩, ১ জুন ২০২৫
ভারতে ১ সপ্তাহে করোনার সংক্রমণ বেড়েছে ১২০০ শতাংশ

ভারতে মাত্র এক সপ্তাহে করোনাভাইরাসের সংক্রমণ ১২০০ শতাংশ বেড়েছে। রবিবার এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভারতে সক্রিয় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। সংক্রমণের সর্বশেষ তরঙ্গে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্য হচ্ছে কেরালা, মহারাষ্ট্র ও দিল্লি।

আরো পড়ুন:

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুসারে, শনিবার সকাল পর্যন্ত দেশে ৩ হাজার ৩৯৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, যা গত সপ্তাহের তুলনায় প্রায় ১,২০০ শতাংশ বেশি। ২২ মে ভারতে ২৫৭ জন আক্রান্ত ছিলেন এবং ২৬ মে পর্যন্ত এই সংখ্যা ছিল ১ হাজার ১০ জন।

শুক্রবার থেকে শনিবারের মধ্যে দেশে ৬৮৫ জন নতুন আক্রান্তের খবর পাওয়া গেছে, যার মধ্যে চারজনের মৃত্যু হয়েছে।

তথ্য অনুসারে, ভারতের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্য কেরালা। এই রাজ্যে শুক্রবার ১৮৯ জন নতুন  আক্রান্তের খবর পাওয়া গেছে। এই রাজ্যে এখন মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৩৬ জন। তালিকায় এর পরে রয়েছে মহারাষ্ট্র (৪৬৭), দিল্লি (৩৭৫), গুজরাট (২৬৫), কর্ণাটক (২৩৪), পশ্চিমবঙ্গ (২০৫), তামিলনাড়ু (১৮৫) এবং উত্তরপ্রদেশ (১১৭)।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়