ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইন্দোনেশিয়ায় খনিতে পাথর ধসে নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৪, ১ জুন ২০২৫  
ইন্দোনেশিয়ায় খনিতে পাথর ধসে নিহত ১৯

ইন্দোনেশিয়ায় একটি খনিতে পাথর ধসে ১৯ জন নিহত। এছাড়া এ ঘটনায় আরো আটজন আহত এবং ছয়জন নিখোঁজ রয়েছে। পশ্চিম জাভা প্রদেশের সিরেবনে একটি খনিতে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় পুলিশ রবিবার জানিয়েছে।

ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থা বাসার্নাস জানিয়েছে, শুক্রবার ধসের পর ধ্বংসস্তূপে আটকে পড়া ব্যক্তিদের জন্য কর্তৃপক্ষ রবিবারও তাদের অনুসন্ধান অব্যাহত রেখেছে।

জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা ধসের কারণ তদন্ত করবে এবং সম্ভাব্য ভূমিধস সনাক্ত করার জন্য একটি মূল্যায়ন করবে।

মন্ত্রণালয়ের ভূতাত্ত্বিক সংস্থার প্রধান মুহাম্মদ ওয়াফিদ বিবৃতিতে জানিয়েছেন, খোলা খনি এলাকায় ব্যবহৃত আন্ডারকাটিং পদ্ধতি এবং খাড়া ঢাল ধসে পড়ার ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে।

তিনি বলেন, “উদ্ধারকারী কর্মীদের সরিয়ে নেওয়ার এবং অনুসন্ধানের প্রচেষ্টা চালানোর সময় (উদ্ধারকারীদের) অবশ্যই আবহাওয়া এবং খাড়া ঢালের দিকে মনোযোগ দিতে হবে। ভারী বৃষ্টিপাতের সময় এবং পরে কোনো কর্মকাণ্ড চালানো উচিত নয়, কারণ এই অঞ্চলে এখনো আরো ভূমিধসের সম্ভাবনা রয়েছে।”

পশ্চিম জাভার গভর্নর দেদি মুলিয়াদি ইনস্টাগ্রামে লিখেছেন, শুক্রবার সিরেবনে ধসের স্থানটি বিপজ্জনক এবং ‘শ্রমিকদের জন্য সুরক্ষা মান পূরণ করে না।’
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়