রাশিয়ার বোমারু বিমান ঘাঁটিতে হামলা ইউক্রেনের
সাইবেরিয়ায় রাশিয়ার বোমারু বিমান ঘাঁটিতে ‘বড় আকারের’ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। যুদ্ধ শুরুর পর এবারই প্রথম ইউক্রেন তাদের নিজস্ব ভূখণ্ড থেকে হাজার হাজার কিলোমিটার দূরে এ ধরনের হামলা চালালো বলে রবিবার জানিয়েছে রয়টার্স।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইউক্রেনীয় কর্মকর্তা বলেছেন, “ইউক্রেনীয় নিরাপত্তা পরিষেবাগুলো রাশিয়ার সম্মুখভাগ থেকে দূরে শত্রু বোমারু বিমান ধ্বংস করার লক্ষ্যে একটি বৃহৎ আকারের বিশেষ অভিযান পরিচালনা করেছে।”
তিনি জানান, ইউক্রেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এসবিইউ এই হামলা চালিয়েছে এবং একই সাথে চারটি রাশিয়ান সামরিক বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে।
সাইবেরিয়ার ওই ঘাঁটিতে ৪০টিরও বেশি বিমান রয়েছে। এগুলোর মধ্যে টিইউ-৯৫ এবং টিইউ-২২ কৌশলগত বোমারু বিমান রয়েছে। রাশিয়া ইউক্রেনীয় শহরগুলোতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে এই বিমানগুলো ব্যবহার করে।
প্রাপ্ত ভিডিও ফুটেজে দেখা গেছে, টিইউ-৯৫ বোমারু বিমানের মতো বেশ কয়েকটি বড় বিমান আগুনে পুড়ে গেছে। টিইউ-৯৫ মূলত পারমাণবিক বোমা বহনের জন্য ব্যবহৃত হত এবং এখন ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য এগুলো ব্যবহৃত হয়।
ইরকুটস্ক অঞ্চলের রাশিয়ান গভর্নর হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ইউক্রেনীয় দূর নিয়ন্ত্রিত বিমানটি শ্রীদনি গ্রামে একটি সামরিক ইউনিটে আক্রমণ করেছে।
ঢাকা/শাহেদ