ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আইপিএল জয়োৎসবে স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে ১১ জনের মৃত্যু

কলকাতা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৮, ৪ জুন ২০২৫  
আইপিএল জয়োৎসবে স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে ১১ জনের মৃত্যু

ভারতীয় প্রিমিয়ার লীগ (আইপিএল) জয়োৎসব পরিণত হয়েছে বিষাদে। বুধবার বেঙ্গালুরুর এম চিন্নস্বামী স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ছয় বছরের শিশুও রয়েছে। এছাড়া আহত অন্তত ২৫ জন। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাদের বোরিং হাসপাতাল ও বৈদেহী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) ট্রফি জয় উপলক্ষে কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন যে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিল তাতে লাখো লোক উপস্থিত হলে বিশৃঙ্খলা বেধে যায়।

কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেন, “অত্যধিক ভিড় ছিল। জনতা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। আমরা জনতাকে নিয়ন্ত্রণ করার সময়ই পাইনি।” 

উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার বলেন, “আমরা পাঁচ হাজার পুলিশকর্মীর ব্যবস্থা করেছিলাম। কিন্তু বাচ্চা বাচ্চা উৎসাহী ছেলেমেয়ের উপর লাঠি চালানোর নির্দেশ দিতে পারিনি।”

বিকেলে হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেডের বিমানবন্দরে এসে নামে টিম আরসিবি। সেখানে খেলোয়াড়দের স্বাগত জানাতে যান শিবকুমার। উচ্ছ্বসিত জনতাকে নিয়ন্ত্রণের জন্য মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব ও পুলিশ কর্তারা নিরাপত্তা সংক্রান্ত জরুরি বৈঠকও সারেন। কিন্তু সকাল থেকে গোটা শহরজুড়ে ছিল তুমুল উন্মাদনা।

পদপিষ্ট হওয়ার ঘটনায় জুড়ে গিয়েছে রাজনৈতিক কাদা ছোড়াছুড়িও। কর্নাটকের কংগ্রেসি সরকারকে এই ঘটনার জন্য দায়ী করেছে বিরোধী দল বিজেপি। 

দলের পক্ষে অমিত মালব্য এক্স- লিখেছেন, “এই ট্র্যাজেডি অপরাধমূলক গাফিলতি। কংগ্রেস সরকার দু’হাতে রক্ত মেখেছে। শুধুমাত্র গাফিলতির কারণেই এতগুলো মানুষ জীবন দিয়েছেন। এটা কোনো দুর্ঘটনাই নয়, সরকারের দায়িত্বজ্ঞানহীনতা।”
 

সুচরিতা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়