গাজা এখন নরকের চেয়েও খারাপ, বললেন রেড ক্রসের সভাপতি
আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) সভাপতি মিরজানা স্পোলজারিক জানিয়েছেন, গাজার পরিস্থিতি এখন নরকের চেয়েও খারাপ হয়ে উঠেছে।
জেনেভায় আইসিআরসি সদর দপ্তরে বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
স্পোলজারিক জানিয়েছেন, মানবতা ব্যর্থ হচ্ছে। রাষ্ট্রগুলি যুদ্ধ বন্ধ করতে, ফিলিস্তিনিদের দুর্ভোগ বন্ধ করতে এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না।
তিনি বলেছেন, “ফিলিস্তিনিদের মানবিক মর্যাদা হরণ করা হয়েছে। আন্তর্জাতিক মানবিক আইনকে ফাঁকা করে দেওয়া হচ্ছে। গাজায় যা ঘটছে তা যেকোনো গ্রহণযোগ্য আইনি, নৈতিক এবং মানবিক মানকে ছাড়িয়ে গেছে।”
আইসিআরসি একটি আন্তর্জাতিক সংস্থা যেটি যুদ্ধক্ষেত্রে কাজ করে। গাজায় এর ৩০০ জনেরও বেশি কর্মী রয়েছে, যাদের বেশিরভাগই ফিলিস্তিনি।
গত কয়েকদিনে ত্রাণ সংগ্রহ করতে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রায় ২০০ ফিলিস্তিনি নিহত হয়েছে।
আইসিআরসি জানিয়েছে, মঙ্গলবার সকালে তাদের রাফাহ সার্জিক্যাল টিম ১৮৪ জন রোগীকে হাসপাতালে ভর্তি করেছে, যার মধ্যে ১৯ জন পৌঁছানোর পরপরই মারা গেছেন এবং আরও আটজন আহত হয়ে মারা গেছেন। এক বছরেরও বেশি সময় আগে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এটি ফিল্ড হাসপাতালে একক ঘটনায় হতাহতের সর্বোচ্চ সংখ্যা।
গত সপ্তাহে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের মোট সংখ্যা ৫৪ হাজার ৪০০ ছাড়িয়েছে। জাতিসংঘ বলছে, ইসরায়েলের ব্যাপক সামরিক অভিযানের ফলে ফিলিস্তিনের গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং প্রায় ৮৫ শতাংশ জনসংখ্যা অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে।
জাতিসংঘের মতে, দীর্ঘ এ সময় ধরে চলা সংঘাতের কারণে মানবিক সংকটে দিন পার করছেন ফিলিস্তিনিরা।
ঢাকা/শাহেদ