ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারতে করোনা সংক্রমণ বৃদ্ধি, ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৬, ৮ জুন ২০২৫   আপডেট: ১৮:১০, ৮ জুন ২০২৫
ভারতে করোনা সংক্রমণ বৃদ্ধি, ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ আবারো বাড়তে শুরু করেছে। দেশটিতে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় আরো ৬ জনের মৃত্যু হয়েছে বলে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের। 

রবিবার (৮ জুন) ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্যানুসারে, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ৩৭৮ জন, এতে মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৬,১৩৩ জনে। গত ২৪ ঘণ্টায় ৭৫৩ জন সুস্থ হয়ে উঠেছেন বা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

আরো পড়ুন:

শনিবার থেকে রবিবারের মধ্যে ৬ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে কর্ণাটকে দুজন, কেরালায় তিনজন এবং তামিলনাড়ুতে একজনের মৃত্যু হয়েছে। 

কেরালা, গুজরাট, পশ্চিমবঙ্গ, রাজস্থান ও দিল্লিতে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ধরা পড়েছে। কেরালায় ১৪৪ জন, গুজরাটে ১০৫ জন, পশ্চিমবঙ্গে ৭১ জন, গুজরাটে ২৪ জন এবং দিল্লিতে ২১ জন নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন। 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ভারতে সুস্থ হয়ে ওঠা কোভিড রোগীর সংখ্যা রবিবার দাঁড়িয়েছে ৬ হাজার ২৩৭ জনে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশটিতে ৬৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ২২ মে ভারতে সক্রিয় কোভিড রোগী ছিল ২৫৭ জন।  

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়