ঢাকা     মঙ্গলবার   ১৭ জুন ২০২৫ ||  আষাঢ় ৩ ১৪৩২

দুই ইসরায়েলি মন্ত্রীর ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা আরোপ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৮, ১০ জুন ২০২৫   আপডেট: ১৯:৫৭, ১০ জুন ২০২৫
দুই ইসরায়েলি মন্ত্রীর ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা আরোপ

গাজা সম্পর্কে ‘ভয়াবহ’ মন্তব্যের জন্য ব্রিটেন ও অন্যান্য আন্তর্জাতিক মিত্ররা ইসরায়েলের দুই চরম ডানপন্থি মন্ত্রীর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। মঙ্গলবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

যুক্তরাজ্যের সঙ্গে কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড একই পদক্ষেপ নিতে যাচ্ছে।

ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রী ইটামার বেন গাভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের সম্পদ জব্দ করা এবং তাদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

অর্থমন্ত্রী স্মোট্রিচ অবরুদ্ধ পশ্চিম তীরের বসতি সম্প্রসারণের অনুমোদন দিয়েছেন এবং গাজায় মানবিক সাহায্যের বিরুদ্ধে প্রচারণা চালিয়েছেন। গত মে মাসে বলেছেন, তিনি ‘একটি গমের দানাও’ গাজায় প্রবেশ করতে দেবেন না।

তিনি ৬ মে বলেছিলেন, “গাজা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে, বেসামরিক লোকদের ... দক্ষিণে হামাস বা সন্ত্রাসবাদবিহীন একটি মানবিক অঞ্চলে পাঠানো হবে এবং সেখান থেকে তারা তৃতীয় দেশে চলে যাওয়া শুরু করবে।”

নিরাপত্তা মন্ত্রী বেন গাভির ২৬ মে জেরুজালেমের আল-আকসা মসজিদে হামলা চালিয়ে মুসলিম বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থানটিকে সিনাগগে পরিণত করার আহ্বান জানিয়েছেন। 

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়