চিকিৎসকদের হোস্টেলে বিধ্বস্ত হয়েছিল ভারতের বিমানটি

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদের বিমানবন্দর থেকে উড্ডয়নের পর বিমানটি একটি আবাসিক এলাকায় চিকিৎসকদের হোস্টেলের ওপর বিধ্বস্ত হয়েছে।
আহমেদাবাদ পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা এএনআইকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই পুলিশ কর্মকর্তা জানান, আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে উড্ডয়ন করা উড়োজাহাজটি চিকিৎসকদের একটি হোস্টেলে বিধ্বস্ত হয়েছে।
তিনি আরো জানান, পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী এবং অন্য বেসামরিক কর্মীরা কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গেছেন। এখনো উদ্ধারকাজ চলছে।
আহমেদাবাদের হাসপাতালের বাইরে আমরা এখন উদ্বিগ্ন আত্মীয়দের কাছ থেকে শুনতে পাচ্ছি।
আহমেদাবাদের সিভিল হাসপাতালের এক চিকিৎসকের মা রমিলা জানিয়েছেন, তার ছেলে দুপুরের খাবারের বিরতির জন্য চিকিৎসকদের হোস্টেলে গিয়েছিল। বিমানটি বিধ্বস্ত হওয়ার পরে সে দ্বিতীয় তলা থেকে লাফিয়ে পড়েছিল এবং আহত হয়েছে।
ঢাকা/শাহেদ