বিধ্বস্ত এয়ার ইন্ডিয়ার বিমানের ‘কেউ বেঁচে নেই’

ভারতের আহমেদাবাদে বিধ্বস্ত এয়ার ইন্ডিয়ার কোনো আরোহী বেঁচে নেই। বৃহস্পতিবার আহমেদাবাদের পুলিশ কমিশনারের বরাত দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এ তথ্য জানিয়েছে।
পুলিশ কমিশনার জি.এস. মালিক বলেছেন, “মনে হচ্ছে বিমান দুর্ঘটনায় কেউ বেঁচে নেই।”
তিনি আরো বলেন, আবাসিক এলাকায় বিমানটি বিধ্বস্ত হওয়ায়, “কিছু স্থানীয় বাসিন্দাও মারা গেছেন। হতাহতের সঠিক পরিসংখ্যান নিশ্চিত করা হচ্ছে।”
এদিকে এনডিটিভি অনলাইন জানিয়েছে, আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে উড্ডয়ন করা উড়োজাহাজটি চিকিৎসকদের একটি হোস্টেলে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় ওই হোস্টেলে থাকা পাঁচ চিকিৎসক নিহত হয়েছেন।
বিজে মেডিকেল কলেজের ডা. শ্যাম গোবিন্দ জানানম প্রায় ৪০ জন চিকিৎসক আহত হয়েছেন এবং অন্তত একজনের অবস্থা আশঙ্কাজনক।
তিনি বলেছেনম “আমি এবং আমার জুনিয়র ডাক্তার আহত হয়েছি। ৩০-৪০ জন স্নাতকোত্তর চিকিৎসকও আহত হয়েছেন এবং এক থেকে দুইজন শিক্ষার্থীর অবস্থা গুরুতর।”
ঢাকা/শাহেদ