ইরানে গোপন ড্রোন ঘাঁটি তৈরি করেছিল ইসরায়েল
ইরানের ভেতরে সামরিক সরঞ্জাম মোতায়েন করে তেহরানে হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার ইরানের অভ্যন্তরে হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ।
একজন ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার ভোররাতের অভিযানের জন্য মোসাদ ইরানের ভেতরে একটি গোপন বিস্ফোরক ড্রোন ঘাঁটি তৈরি করেছিল। তেহরানের কাছে একটি ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপকগুলোতে হামলা চালানোর জন্য ড্রোনগুলো ব্যবহার করা হয়েছিল। রাতে হামলা শুরু হওয়ার সাথে সাথে ইরানকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে বাধা দিয়েছিল এই ড্রোনগুলো।
এর বাইরে অস্ত্র ব্যবস্থা বহনকারী যানবাহন গোপন পথে ইরানে প্রবেশ করিয়েছিল ইসরায়েল। এই ব্যবস্থাগুলো ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়। এর ফলে ইসরায়েলি বিমানগুলো অবাধে ইরানের আকাশসীমায় প্রবেশ করে।
তৃতীয় গোপন প্রচেষ্টায় মোসাদ কমান্ডোরা মধ্য ইরানে বিমান বিধ্বংসী স্থানগুলোর কাছে নির্ভুলভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
বৃহস্পতিবার ভোররাতে তেহরানে ইসলামিক রেভল্যুশনারি গার্ডের সদর দপ্তরে হামলা চালায় ইসরায়েল। এছাড়া ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনায়ও হামলা হয়েছে। এই হামলায় ইরানের সামরিক বাহিনীর প্রধান, বিপ্লবী বাহিনীর প্রধান এবং দুজন পরামণু বিজ্ঞানী নিহত হয়েছেন।
ঢাকা/শাহেদ