ঢাকা     শনিবার   ১২ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৮ ১৪৩২

মধ্যপ্রাচ্যে সামরিক সরঞ্জাম মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৩, ১৩ জুন ২০২৫   আপডেট: ২২:০১, ১৩ জুন ২০২৫
মধ্যপ্রাচ্যে সামরিক সরঞ্জাম মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

ইরানের উপর ইসরায়েলের হামলা এবং তেহরানের সম্ভাব্য প্রতিশোধমূলক আক্রমণের প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যে জাহাজসহ সামরিক সরঞ্জাম স্থানান্তর করছে যুক্তরাষ্ট্র। দুই মার্কিন কর্মকর্তা দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে এ তথ্য জানিয়েছেন। 

মার্কিন নৌবাহিনী ইউএসএস থমাস হাডনারকে পূর্ব ভূমধ্যসাগরের দিকে যাত্রা শুরু করার নির্দেশ দিয়েছে এবং দ্বিতীয় একটি ডেস্ট্রয়ারকে এগিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। প্রয়োজন পড়লে দ্রুত যাতে ব্যবস্থা নেওয়া যায় সেজন্য হোয়াইট হাউস এই পদক্ষেপ নিয়েছে।

একজন কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য তার জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধানদের সাথে বৈঠক করছেন।

প্রসঙ্গত, শুক্রবার তেহরানে ইসলামিক রেভল্যুশনারি গার্ডের সদর দপ্তরে হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়া ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনায়ও হামলা হয়েছে। এই হামলায় ইরানের সামরিক বাহিনীর প্রধান, বিপ্লবী বাহিনীর প্রধান এবং দুজন পরামণু বিজ্ঞানী নিহত হয়েছেন। ইরান এই হামলার কঠোর জবাব দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়