ঢাকা     শনিবার   ১২ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৮ ১৪৩২

আবারো ইরানে ইসরায়েলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫২, ১৩ জুন ২০২৫  
আবারো ইরানে ইসরায়েলের হামলা

২৪ ঘণ্টা না পেরুতেই নতুন করে ইরানে হামলা চালাচ্ছে ইসরায়েল। শুক্রবার ইসরায়েলি বিমান বাহিনী এ তথ্য জানিয়েছে।

এক্স-এ প্রকাশিত এক পোস্টে ইসরায়েলি বিমান বাহিনী জানিয়েছে, তারা ইরানে ‘ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক এবং অবকাঠামোতে আক্রমণ’ চালিয়ে যাচ্ছে।

বিবিসি জানিয়েছে, অনলাইনে এবং কিছু ইরানি সংবাদমাধ্যমে ভিডিও প্রচারিত হচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে শুক্রবার দ্বিতীয়বারের মতো তেহরানে হামলা চালানো হচ্ছে।

ইরানের নাগরিকরা জানিয়েছেন, তারা পশ্চিম তেহরানের পাশাপাশি শহরের অন্যান্য অংশে বিস্ফোরণের শব্দ শুনেছেন।

আল-জাজিরা জানিয়েছে, উত্তর-পশ্চিম ইরানের তাবরিজ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয়ভাবে প্রাপ্ত ভিডিও ক্লিপগুলোতে হামলার স্থান থেকে ধোঁয়ার কুণ্ডুলি উঠতে দেখা যাচ্ছে।

প্রসঙ্গত, শুক্রবার তেহরানে ইসলামিক রেভল্যুশনারি গার্ডের সদর দপ্তরে হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়া ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনায়ও হামলা হয়েছে। এই হামলায় ইরানের সামরিক বাহিনীর প্রধান, বিপ্লবী বাহিনীর প্রধান এবং দুজন পরামণু বিজ্ঞানী নিহত হয়েছেন। ইরান এই হামলার কঠোর জবাব দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়