ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে ওমানের প্রচেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৭, ১৪ জুন ২০২৫  
মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে ওমানের প্রচেষ্টা

ইরানে নজিরবিহীন বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। জবাবে পাল্টা হামলা চালিয়েছে ইরানও। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান এ সামরিক উত্তেজনা কমাতে চেষ্টা করছে ওমান।

শনিবার (১৪ জুন) আল-জাজিরার এক খবরে এ তথ্য জানানো হয়। 

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতের জানায়,  ইসরায়েল-ইরান সংঘর্ষের জেরে সৃষ্ট ‘বিপজ্জনক সামরিক উত্তেজনা’ নিরসনে কূটনৈতিক সমাধান খুঁজতে চেষ্টা করা হচ্ছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ বদর বিন হামাদ আল বুসাইদি একাধিক দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ধারাবাহিকভাবে ফোনালাপ করেছেন। 

ইসরায়েলের হামলাকে “অবৈধ, অযৌক্তিক এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি” আখ্যায়িত করে তিনি টেলিফোন সংলাপগুলোতে এই আগ্রাসন অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান। 

ওমানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এই সংঘর্ষ কেবল একটি দেশের ওপর নয়, গোটা অঞ্চলের শান্তি ও সার্বভৌম স্বার্থের ওপর হুমকি সৃষ্টি করেছে।”

তিনি বলেন, “রক্তপাত, ধ্বংস ও প্রাণহানি এড়াতে এই অঞ্চল ও জনগণের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”

ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়, এই উত্তেজনার সূত্রপাত হয়েছে ইসরায়েলের সরাসরি ইরানি ভূখণ্ডে হামলার মাধ্যমে।

শুক্রবার ভোরে ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় ইসরায়েলের হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা স্থগিত করেছে তেহরান। রবিবার ওমানের মাসকাটে আলোচনা হওয়ার কথা ছিল। হামলার পরিপ্রেক্ষিতে ইরান জানিয়েছে, ‘পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত’ আলোচনায় অংশ নিচ্ছে না তারা। যদিও জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যুক্তরাষ্ট্র ও ইরানকে আবারও আলোচনায় ফিরতে আহ্বান জানিয়েছে।

ঢাকা/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়