ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৪, ১৪ জুন ২০২৫  
‘ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’

গত শুক্রবার ভোর রাতে ইরানে হামলা চালায় ইসরায়েল

ইরানের পারমানবিক ও সামরিক স্থাপনার ওপর ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এ হামলাকে ‘অপরাধমূলক হামলা’ অভিহিত করে তিনি বলেন, “এই হামলা আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন।”

শনিবার (১৪ জুন) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘২১ শতকের হিটলার’ অভিহিত করে তিনি বলেন, “ফ্রান্স, জার্মানি, ব্রিটেন এবং যুক্তরাষ্ট্র ‘শান্তিপ্রিয় ও মহৎ ইরানি জনগণের বিরুদ্ধে একবিংশ শতাব্দীর হিটলার’ এর পক্ষে অবস্থান নিয়েছে।”

নিকোলাস মাদুরো বলেন, “আর যুদ্ধ নয়, নয় ফ্যাসিবাদ, নয় নব্য নাৎসিজম”

গত শুক্রবার ভোর রাতে ইরানে হামলা চালায় ইসরায়েল।  জবাবে পাল্টা হামলা চালিয়েছে ইরানও।

ঢাকা/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়