ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের সামরিক ঘাঁটিতে হামলার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৮, ১৪ জুন ২০২৫  
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের সামরিক ঘাঁটিতে হামলার হুমকি

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের সামরিক ঘাঁটি এবং জাহাজে হামলার হুমকি দিয়েছে ইরান। ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার বন্ধে সাহায্য করলে এ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে তেহরান।

শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, আমেরিকা ইসরায়েলকে রক্ষা করতে সাহায্য করবে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও জানিয়েছেন, তার দেশ ইরানের প্রতিশোধমূলক হামলার বিরুদ্ধে ইসরায়েলকে রক্ষা করতে সাহায্য করবে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলের দিকে এগিয়ে আসা ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সাহায্য করেছে যুক্তরাষ্ট্র। 

তবে যুক্তরাজ্য সরকার জানিয়েছে, প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার উত্তেজনা হ্রাসের প্রয়োজনীয়তার উপর জোর দিচ্ছেন। ব্রিটিশ বাহিনী ইসরায়েলকে কোনো সামরিক সহায়তা প্রদান করেনি।

তেহরান এমন এক সময়ে ইসরায়েলের প্রতিরক্ষার জন্য পশ্চিমাদের সমর্থন রোধ করতে চাইছে, যখন ইসরায়েলে ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ও ড্রোন তাদের লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ধ্বংস হচ্ছে। 

শুক্রবার ভোররাতে ইরানের বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরায়েল। এই হামলায় ইরানের সামরিক বাহিনীর প্রধান, বিপ্লবী বাহিনীর প্রধান এবং দুজন পরামণু বিজ্ঞানী নিহত হন। ইরান এই হামলার কঠোর জবাব দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছিল। শনিবার প্রথম প্রহরেই ইসরায়েলে হামলা শুরু করে ইরান।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়