ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘রাতে আবারো ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৭, ১৪ জুন ২০২৫  
‘রাতে আবারো ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান’

ইরান রবিবার (১৫ জুন) রাতে পুনরায় ইসরায়েলের ওপর হামলা চালাতে পারে। এই হামলা শুক্রবার রাতের মতোই ক্ষেপণাস্ত্র হামলা হতে পারে। শনিবার ইসরায়েলের রেডিও আর্মি এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী সতর্ক করেছে যে ইরানের সামরিক বাহিনী আজ রাতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাবে। এই হামলা শুক্রবার রাতে দেখা প্রতিশোধমূলক আক্রমণের মতোই হবে।

শুক্রবার ভোররাতে ইরানের বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরায়েল। এই হামলায় ইরানের সামরিক বাহিনীর প্রধান, বিপ্লবী বাহিনীর প্রধান এবং দুজন পরামণু বিজ্ঞানী নিহত হন। ইরান এই হামলার কঠোর জবাব দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছিল। শনিবার প্রথম প্রহরেই ইসরায়েলে হামলা শুরু করে ইরান। এই হামলায় ইসরায়েলে অন্তত তিন জন নিহত ও শতাধিক আহত হয়েছে।

এদিকে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ শনিবার সতর্ক করে দিয়ে বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যদি ইসরায়েলে মারাত্মক ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ না করেন তাহলে তেহরান জ্বালিয়ে দেওয়া হবে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী রাতারাতি ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। এই মুহূর্তে ইসরায়েল তেহরানের উপর স্বাধীনভাবে অভিযান চালানোর লক্ষ্যে কাজ করছে।

কাটজ বলেছেন, “ইরানি স্বৈরশাসক ইরানের নাগরিকদের জিম্মিতে পরিণত করছেন এবং এমন একটি বাস্তবতা তৈরি করছেন যেখানে তাদের, বিশেষ করে তেহরানের বাসিন্দাদের, ইসরায়েলি বেসামরিক নাগরিকদের উপর অপরাধমূলক হামলার জন্য ভারী মূল্য দিতে হবে।”

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়