ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারতে এবার হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৫, ১৫ জুন ২০২৫   আপডেট: ১১:১৮, ১৫ জুন ২০২৫
ভারতে এবার হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

গুজরাটের আমদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি ভারত। এর মধ্যেই এবার হেলিকপ্টার দুর্ঘটনা ঘটলো উত্তরাখণ্ডের কেদারনাথে। গৌরিকুণ্ড ও ত্রিযুগীনারায়ণের মাঝের ঘন জঙ্গলে ভেঙে বিধ্বস্ত হয়েছে একটি হেলিকপ্টার। মৃত্যু হয়েছে ৫ জন যাত্রীর। নিখোঁজ রয়েছেন আরো ২ জন। উদ্ধারকাজ চালাচ্ছে স্থানীয় প্রশাসন ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দল।

স্থানীয় সূত্রে জানা গেছে, কেদারনাথ ধামের কাছাকাছি আজ রবিবার ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটে। গুপ্তকাশীর উদ্দেশে যাত্রা শুরু করেছিল হেলিকপ্টারটি। উত্তরাখণ্ডের আরিয়ান এভিয়েশনের ওই কপ্টারটি ভোর ৫টা নাগাদ ওড়ে। যাত্রী ছিলেন ৭ জন, সঙ্গে ছিলেন এক পাইলট। কিন্তু ওড়ার কিছুক্ষণের মধ্যেই কপ্টারটির উচ্চতা কমতে শুরু করে। সাড়ে ৫টার সময় সেটি গৌরিকুণ্ড ও ত্রিযুগীনারায়ণের মাঝখানের গভীর জঙ্গলে আছড়ে পড়ে।

আরো পড়ুন:

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খারাপ আবহাওয়ার কারণেই কপ্টারটি বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে বলে জানা গেছে। নিখোঁজ দু’জনের সন্ধানে জোরদার তল্লাশি চলছে। তবে দুর্ঘটনাস্থল একেবারে দুর্গম এলাকায় হওয়ায় উদ্ধারকারী দলকে পায়ে হেঁটে পৌঁছাতে হচ্ছে, যার ফলে কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

ঢাকা/সুচরিতা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়