ঢাকা     বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫ ||  শ্রাবণ ২ ১৪৩২

ইসরায়েলের শক্তি অনুভব করবে ইরান: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩২, ১৫ জুন ২০২৫   আপডেট: ২১:৩৭, ১৫ জুন ২০২৫
ইসরায়েলের শক্তি অনুভব করবে ইরান: নেতানিয়াহু

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইরানকে চড়া মূল্য দিতে হবে। তারা ইসরায়েলের শক্তি অনুভব করবে।

রবিবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্থ স্থান পরিদর্শনের সময় তিনি এ কথা বলেছেন।

নেতানিয়াহু বলেছেন, “আমরা এখানে আছি কারণ আমরা একটি অস্তিত্ববাদী অভিযানে আছি, যা আজ ইসরায়েলের সব নাগরিকের কাছে স্পষ্ট। ভাবুন, ইসরায়েলি শহরগুলোতে ইরানের পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করার জন্য কী হতে পারে। ভাবুন, ইরানের কাছে যদি ২০ হাজার এরকম ক্ষেপণাস্ত্র থাকে তবে কী হতে পারে।”

আরো পড়ুন:

তেহরানকে হুশিয়ারি দিয়ে তিনি বলেন, “ইরানকে ইচ্ছাকৃতভাবে আমাদের নাগরিক, নারী ও শিশুদের হত্যা করার জন্য চড়া মূল্য দিতে হবে। আমরা আমাদের লক্ষ্যও অর্জন করব এবং আমরা তাদের উপর আঘাতও করব। তারা আমাদের বাহুর শক্তি অনুভব করবে।”

ইসরায়েলি নেতা নাগরিকদের ঘরে আশ্রয় নেওয়ার সময় হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশাবলী মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, “এটি আপনার জীবন রক্ষা করবে।”

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়