ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অন্তর্বাস না পরলে পরীক্ষায় অংশগ্রহণ নয়

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৪, ১৮ জুন ২০২৫   আপডেট: ২২:৫১, ১৮ জুন ২০২৫
অন্তর্বাস না পরলে পরীক্ষায় অংশগ্রহণ নয়

নাইজেরিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে অন্তর্বাস না পরায় শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ভিডিও প্রকাশের পর অনলাইন বিতর্ক শুরু হয়েছে। তাতে দেখা গেছে, পরীক্ষায় অংশগ্রহণের আগে মহিলা কর্মীরা নারী শিক্ষার্থীদের বুক স্পর্শ করে পরীক্ষা করছেন যে তারা অন্তর্বাস পরেছেন কিনা।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওগুন রাজ্যের ওলাবিসি ওনাবাঞ্জো বিশ্ববিদ্যালয়ের কর্মীদের পরীক্ষার সময় নারী শিক্ষার্থীদের অন্তর্বাস পরার নীতি কার্যকর করার ভিডিও লাখ লাখ মানুষ দেখেছেন।

চলতি মাসে শুরু হওয়া অনলাইন বিতর্কে কেউ কেউ এই অনুশীলনকে প্রাচীন এবং যৌনতাবাদী বলে নিন্দা করেছেন। আবার কেউ কেউ এটিকে যৌন নির্যাতনের সাথে তুলনা করেছেন।

এক্স-এ এক ব্যবহারকারী লিখেছেন, “এটি হয়রানি। অন্তর্বাস না পরার জন্য মানুষের বিভিন্ন কারণ রয়েছে।”

কিন্তু অন্যরা অন্তর্বাস পরার পক্ষে যুক্তি দেখিয়ে বলেছেন, নারীদের অন্তর্বাস না পরে জনসাধারণের জায়গায় যাওয়া ‘অনুচিত।’

বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সভাপতি মুইজ ওলাতুনজি এক্স-এ এক পোস্টে লিখেছেন, “ওলাবিসি ওনাবাঞ্জো বিশ্ববিদ্যালয়ে অন্তর্বাস না পরলে প্রবেশ নিষিদ্ধ কোনো নতুন নীতি নয়। বিশ্ববিদ্যালয় একটি সম্মানজনক ও বিভ্রান্তিমুক্ত পরিবেশ বজায় রাখার লক্ষ্যে একটি পোশাক নীতি প্রচার করে, শিক্ষার্থীদের শালীনভাবে এবং প্রতিষ্ঠানের মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ পোশাক পরতে উৎসাহিত করে।”

তিনি জানান, বিশ্ববিদ্যালয়টি “অশ্লীল পোশাক পরিহার করার জন্যও নারী শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে-যা বিপরীত লিঙ্গকে অপ্রয়োজনীয়ভাবে তাদের প্রতি আকৃষ্ট করতে সক্ষম।”

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়