ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সরাসরি: হামলা ও হুমকিতে শিথিলতা নেই, ইরানের পররাষ্ট্রমন্ত্রী যাচ্ছেন জেনেভায়

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৭, ২০ জুন ২০২৫   আপডেট: ১৬:৫৫, ২০ জুন ২০২৫
হামলা ও হুমকিতে শিথিলতা নেই, ইরানের পররাষ্ট্রমন্ত্রী যাচ্ছেন জেনেভায়

বৃহস্পতিবার ইরানজুড়ে বিভিন্ন স্থান থেকে ইসরায়েলি হামলা অব্যাহত থাকার খবর পাওয়া গেছে।

শুক্রবার (২০ জুন) সকালে ইরানের পরমাণু শক্তি সংস্থা জানায়, খোন্দাব এলাকায় একটি পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। রাজধানী তেহরানে দিনজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা ইসরায়েলি বোমা-বিমান লক্ষ্য করে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার ফল বলে মনে করা হচ্ছে।

আরো পড়ুন:

ইরানি কর্মকর্তারা বারবার বলছেন, ইসরায়েলি হামলা যতদিন চলবে, তাদের প্রতিশোধও ততদিন চলবে। প্রতিরক্ষামন্ত্রীসহ শীর্ষ সেনা কর্মকর্তারা কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “ইসরায়েলকে এই হামলার ফল পেতেই হবে এবং এর জন্য একটি বিধ্বংসী জবাব অপেক্ষা করছে।”

তবে কূটনৈতিকভাবে একটি সম্ভাব্য আশার আলোও দেখা যাচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জেনেভায় ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন। এই আলোচনার মাধ্যমে উত্তেজনা হ্রাসের একটি পথ খোলার সম্ভাবনা তৈরি হয়েছে।

ইরান বলছে, তারা সংঘাত থেকে এক ধাপ পেছাতে প্রস্তুত, কিন্তু একমাত্র শর্ত হলো ইসরায়েলকে অবশ্যই আগে থামতে হবে।

তবে ময়দানের বাস্তবতা বলছে ভিন্ন কথা। কারণ ইসরায়েলের বিমান হামলা থেমে নেই, বরং আরো বিস্তৃত আকারে চলছে। তাই কূটনৈতিক আশার পাশাপাশি সংঘাতের সম্ভাবনাও এখনো দৃঢ়ভাবে রয়ে গেছে।

ইসরায়েলের বেয়ারশেভা ইরানের ‘টার্গেটে’, টানা দুই দিন হামলা

এখনো পর্যন্ত বেয়ারশেভায় ইরানের হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি, শুধু ইসরায়েলি গণমাধ্যমে এক মন্তব্য এসেছে যে, প্রতিরক্ষা ব্যবস্থায় কোনো একটি ত্রুটি ঘটেছিল, যার ফলে একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে।

বেয়ারশেভায় ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে বহু ভবনে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

শুক্রবার (২০ জুন) ভোরে এই হামলা চালায় ইরান।

ইসরায়েলিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ঘরের জানালার কাচ এবং আসবাবপত্রের ক্ষতির ছবি শেয়ার করেছেন।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, পাঁচজন হালকা আহত হয়েছেন এবং আরো ৩০ জনকে আতঙ্কের কারণে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

 আলজাজিরা লিখেছে, ইরান একটি একক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে নাকি একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, তা এখনো নিশ্চিত নয়। ইসরায়েলি সেনাবাহিনীর আনুষ্ঠানিক বিবৃতি এখনো পাওয়া যায়নি।

আলজাজিরা লিখেছে, তবে এটুকু নিশ্চিতভাবে বলা যায়, ইসরায়েলের কেন্দ্রীয় এলাকার তুলনায় কম ঘনবসতিপূর্ণ বেয়ারশেভা এখন ইরানের টার্গেটে রয়েছে। বৃহস্পতিবার সেখানে একটি বড় ক্ষেপণাস্ত্র হামলা করেছিল ইরান। যার ফলে দক্ষিণ ইসরায়েলের প্রধান হাসপাতাল সোরোকাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।

এই মুহূর্তে কয়েকজনের সামান্য আহত হওয়ার খবর রয়েছে এবং একটি সরাসরি আঘাতের চিত্র সামনে এসেছে, যা ইসরায়েলি সামরিক সেন্সরের অনুমোদন পাওয়ার পর প্রকাশ করা হয়েছে।

ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আঘাত করেছে ইরানের ক্ষেপণাস্ত্র। দক্ষিণ ইসরায়েলের কিছু ভিডিও ফুটেজে বড় ধোঁয়ার কুণ্ডলী, জ্বলন্ত গাড়ি এবং আগুন নিয়ন্ত্রণে জরুরি পরিষেবা কর্মীদের দেখা গেছে। ঘটনাস্থলটি একটি প্রধান সড়ক বলে ধারণা করা হচ্ছে।

তবে ইরানের হামলা ঠিক কোথায় আঘাত করেছে, তা এখনো পরিষ্কার হওয়া যায়নি। আলজাজিরা লিখেছে, “এখনও পরিষ্কার নয়, কারণ আমরা এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাইনি যে, কোন লক্ষ্যবস্তুকে টিক আঘাত করা হয়েছে।”

তিনি আরো বলেন, “ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, এখন সুরক্ষিত আশ্রয়স্থল থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হয়েছে।” তবে তারা স্পষ্ট করে বলেনি, ঠিক কোথায় ওই ক্ষেপণাস্ত্র বা ক্ষেপণাস্ত্রগুলো পড়েছে।

আলজাজিরা আরো লিখেছে, দক্ষিণ ইসরায়েল কেন্দ্রীয় অঞ্চলের তুলনায় অপেক্ষাকৃত কম ঘনবসতিপূর্ণ, যেখানে গত কয়েক দিনে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।

১৩ জুন ইসরায়েল ইরানে হামলার পর থেকে ইরানও পাল্টা হামলা চালাচ্ছে। দুই দেশের এই সংঘাতে ইসরায়েলের পক্ষে হামলা যুক্ত হওয়া, না-হওয়া নিয়ে যুক্তরাষ্ট্র কথা বলছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি।

অবশ্য ইউরোপসহ বাকি বিশ্ব এই যুদ্ধে যুক্তরাষ্ট্রকে না জড়ানোর আহ্বান জানিয়ে যাচ্ছে। সর্বশেষ বৃহস্পতিবার ট্রাম্পকে ইরান থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

ঢাকা/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়