ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বেঁচে আছেন খামেনির ঘনিষ্ঠ সেই শীর্ষ কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৪, ২০ জুন ২০২৫  
বেঁচে আছেন খামেনির ঘনিষ্ঠ সেই শীর্ষ কর্মকর্তা

গত সপ্তাহে ইরানে হামলার পরে ইসরায়েল জানিয়েছিল, আয়াতুল্লাহ খামেনির ঘনিষ্ঠজন এবং উচ্চপদস্থ ইরানি সামরিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আলী শামখানি নিহত হয়েছে। তবে শুক্রবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, শামখানি জীবিত রয়েছেন এবং তিনি বার্তা পাঠিয়েছেন।

শুক্রবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বার্তায় নিজেকে জীবিত ঘোষণা করে শামখানি খামেনিকে সম্বোধন করে বলেছেন, “আমি বেঁচে আছি এবং নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত। বিজয় নিকটবর্তী। ইরানের নাম ইতিহাসের উচ্চতায় সবসময় উজ্জ্বল হবে।”

আরো পড়ুন:

১৩ জুন ইরানে ইসরায়েলের হামলার পর শামখানিকে ইসরায়েল ও ইরানি গণমাধ্যম মৃত ঘোষণা করেছিল।

শুক্রবার আইআরএনএ, তাসনিম এবং ফার্সসহ একাধিক ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, শামখানি মারা যাননি, বরং তিনি ‘গুরুতর আহত ও হাসপাতালে ভর্তি।’ বর্তমানে তার অবস্থা ‘স্থিতিশীল।’ 

শামখানি ইরানের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে উচ্চপদস্থ দায়িত্ব পালন করেছেন।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়