ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ক্ষমতাচ্যুত হওয়ার ঝুঁকিতে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৪, ২০ জুন ২০২৫   আপডেট: ১৮:৪৮, ২০ জুন ২০২৫
ক্ষমতাচ্যুত হওয়ার ঝুঁকিতে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী

ক্ষমতাচ্যুত হওয়ার ঝুঁকিতে রয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়েতংটার্ন সিনাওয়াত্রা। শুক্রবার জোট সরকারের এক গুরুত্বপূর্ণ শরীক তার পদত্যাগ দাবি করতে যাচ্ছে এবং সিনেটররা তাকে পদ থেকে অপসারণের জন্য আইনি প্রচেষ্টা শুরু করেছে।

সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার কন্যা পায়েতংটার্নকে এই মুহূর্তে একাধিক বিষয় নিয়ে লড়তে হচ্ছে। মার্কিন শুল্কের তীব্রতার মুখোমুখি হয়ে স্থবির অর্থনীতিতে প্রাণ সঞ্চার করতে লড়াই করছেন। এছাড়া কম্বোডিয়ার সাথে আঞ্চলিক বিরোধের বিষয়ে কঠোর অবস্থান নেওয়ার চাপের মধ্যে রয়েছেন তিনি। এরইমধ্যে গত সপ্তাহে কম্বোডিয়ার সাবেক নেতা হুন সেনের সঙ্গে  পায়েতংটার্নের ফোনালাপের অডিও ফাঁস হয়। ফাঁস হওয়া ফোনালাপে তাকে  হুন সেনের সঙ্গে চলমান সীমান্ত বিরোধ নিয়ে আলোচনা করতে শোনা যায়। পেতংতার্ন হুন সেনকে ‘চাচা’ বলে সম্বোধন করেন এবং থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের সেনা কমান্ডারকে নিজের ‘প্রতিপক্ষ’ বলে উল্লেখ করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার জন্ম দেয়। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার জাতির কাছে ক্ষমা চেয়েছেন থাই প্রধানমন্ত্রী।

সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, জোটের দ্বিতীয় বৃহত্তম অংশীদার ইউনাইটেড থাই ন্যাশন পার্টি জোটে থাকার জন্য শর্ত হিসেবে ৩৮ বছর বয়সী পায়েতংটার্নের পদত্যাগ দাবি করবে।

একটি সূত্র বলেছে, “যদি তিনি পদত্যাগ না করেন, তাহলে দল সরকার ত্যাগ করবে। আমরা চাই দলের নেতা প্রধানমন্ত্রীকে সৌজন্য হিসেবে বিষয়টি যেন জানান।”

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়