ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘সিন্ধু পানি চুক্তি পুনর্বহাল করবে না ভারত’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৩, ২১ জুন ২০২৫   আপডেট: ১৯:০২, ২১ জুন ২০২৫
‘সিন্ধু পানি চুক্তি পুনর্বহাল করবে না ভারত’

ভারত কখনোই পাকিস্তানের সাথে সিন্ধু পানি চুক্তি পুনর্বহাল করবে না। পাকিস্তানে প্রবাহিত পানি ভারতের অভ্যন্তরীণ ব্যবহারের জন্য ব্যবহার করা হবে। শনিবার টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ তথ্য জানিয়েছেন।

১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি হয়েছিল। আন্তর্জাতিক আইন অনুযায়ী, এই চুক্তি থেকে কোনো পক্ষেরই বের হয়ে যাওয়ার উপায় নেই। তবে এপ্রিলে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের ঘটনায় পাকিস্তানকে দায়ী করে চুক্তি স্থগিত করে ভারত।

মে মাসে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ যুদ্ধের পর দুই পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশীর মধ্যে যুদ্ধবিরতি হয়। তবে চুক্তিটি এখনো সচল হয়নি।

শনিবার অমিত শাহ বলেছেন, “না, এটি কখনো পুনর্বহাল করা হবে না। আমরা একটি খাল নির্মাণ করে পাকিস্তানে প্রবাহিত পানি রাজস্থানে নিয়ে যাব। পাকিস্তান অন্যায়ভাবে যে পানি পাচ্ছে তা থেকে বঞ্চিত থাকবে।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভার সবচেয়ে ক্ষমতাধর মন্ত্রী শাহের সর্বশেষ মন্তব্য, নিকট ভবিষ্যতে চুক্তি নিয়ে আলোচনার জন্য ইসলামাবাদের আশাকে ম্লান করে দিয়েছে।

পাকিস্তান এর আগে জানিয়েছিল, পাকিস্তানে প্রবাহিত নদীর জল আটকে দেওয়াকে ‘যুদ্ধের পদক্ষেপ’ হিসেবে বিবেচনা করা হবে। আন্তর্জাতিক আইনের অধীনে চুক্তিটি স্থগিত রাখার ভারতের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জও খতিয়ে দেখছে ইসলামাবাদ।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়