সরাসরি: ইরানের পারমাণবিক স্থাপনায় ‘ভয়াবহ’ ধ্বংস হয়েছে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ‘ভয়াবহ’ ধ্বংস হয়েছে। ইরান এই ক্ষতি ছোট করে দেখানোর চেষ্টা করলেও তিনি তা উড়িয়ে দিয়েছেন।
সোমবার (২৩ জুন) ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “ইরানের সব পারমাণবিক স্থাপনায় উপগ্রহচিত্র অনুযায়ী বিশাল ধ্বংস হয়েছে।”
তিনি আরো লেখেন, “সবচেয়ে বড় ক্ষতি হয়েছে মাটির অনেক গভীরে। একেবারে লক্ষ্যভেদ!”
যদিও ইরান এখনো তাদের পারমাণবিক স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র প্রকাশ করেনি।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশনে জানান, গভীর ভূগর্ভস্থ ফোরদো স্থাপনার প্রকৃত ক্ষয়ক্ষতির মাত্রা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।
ঢাকা/ইভা